বিগ ব্যাশ লিগ

করোনা পজিটিভ গ্লেন ম্যাক্সওয়েল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:59 বুধবার, 05 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

করোনা আক্রান্ত হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ম্যাচের পরপরই করোনা আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে মেলবোর্ন স্টার্স।

স্টার্সের ১৩তম ক্রিকেটার হিসেবে করোনা পজিটিভ হয়েছেন ম্যাক্সওয়েল। বর্তমানে আইসোলেশনে আছেন তিনি। অবশ্য র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে পজিটিভ ধরা পড়েছেন তিনি। পিআইআর টেস্টের ফলাফল এখনো হাতে পাননি তিনি।

এক বিবৃতিতে স্টার্স বলেছে, 'মেলবোর্ন রেনেগেডসের ম্যাচের পর র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে ম্যাক্সওয়েল পজিটিভ হয়েছেন। এখন তার পিসিআর টেস্ট করানো হয়েছে। বর্তমানে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। মেলবোর্ন স্টার্স পিসিআর টেস্টের ফলাফল আবারও প্রকাশ করবে।'

বিগ ব্যাশে করোনার হানা নতুন কিছু নয়। গত ৩০ ডিসেম্বর করোনার থাবায় স্থগিত হয়ে যায় মেলবোর্ন স্টার্স এবং পার্থ স্কোরসার্চের ম্যাচ। খবর আসে স্টার্সদের কোচিং স্টাফে একজন আক্রান্ত হয়েছেন।

এরপর ৩১ ডিসেম্বর সিডনি থান্ডারের চার ক্রিকেটার পজিটিভ এসেছেন। এই পরিস্থিতিতে এদিনের অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং থান্ডারের মধ্যকার ম্যাচটিও মাঠে গড়ায়নি।

অস্ট্রেলিয়ান গণমাধ্যমগুলো দাবি করেছিল, করোনার হানা এড়াতে সপ্তাহখানেকের জন্য বিরতি দেয়া হবে বিগ ব্যাশে। যদিও তেমন কিছুই করা হয়নি।