অ্যাশেজ

বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন ভাগাভাগি ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:09 বুধবার, 05 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে ইতোমধ্যেই অ্যাশেজ ট্রফি নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া। সিডনিতে ইংলিশদের ঘুড়ে দাঁড়ানোর মিশন আর অজিদের জয় রথ ধরে রাখার মিশন। কিন্তু প্রথম দিনে ক্রিকেটের সঙ্গে লড়াই হয়েছে বৃষ্টির। খালি চোখে জয়টা বৃষ্টিরই। কেননা খেলা হয়েছে মাত্র ৪৬.৫ ওভার। যেখানে তিন উইকেট হারিয়ে ১২৬ রান তুলেছে অস্ট্রেলিয়া।

বুধবার (৫ জানুয়ারী) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং মার্কাস হ্যারিস দারুণ শুরু করেন। দুই ওপেনারের সাবধানী ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়েই দলীয় অর্ধশতক পূরণ করে অজিরা।

ওয়ার্নারকে সাজঘরে ফিরিয়ে অস্ট্রেলিয়ার শিবিরে প্রথম আঘাত হানেন স্টুয়ার্ড ব্রড। আর তাতে ভাঙে ৫১ রানের উদ্বোধনী জুটি। এই অভিজ্ঞ ওপেনার উইকেটে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি। ফিরেছেন ৩০ রান করে।

এরপর হ্যারিস আর মার্নাস ল্যাবুসেন মিলে গড়েন ৬০ রানের জুটি। ৩৮ রান করা হ্যারিসকে ফিরিয়ে এই জুটি ভাঙেন জেমস অ্যান্ডারসন। এরপর দ্রুত আউট হয়ে যান ল্যাবুসেনও। আর তাতে দিন শেষে তিন উইকেট হারিয়ে ১২৬ রান তুলে অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন তিন পেসার অ্যান্ডারসন, ব্রড আর মার্ক উড। তারা তিন জনই একটি করে উইকেট শিকার করেছেন।

সংক্ষিপ্ত স্কোর-

অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস)- ১২৬/৩ (৪৬.৫ ওভার) (হ্যারিস ৩৮, ওয়ার্নার ৩০; অ্যান্ডারসন ১/২৪)