নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজ

‘এবাদত যেদিন ভালো করবে, ওই দিন প্রতিপক্ষ দল শেষ’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:38 বুধবার, 05 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

মাউন্ট মঙ্গানুই টেস্টে নামার আগ পর্যন্ত এবাদত হোসেনের বোলিং পরিসংখ্যান ছিল খুবই দৃষ্টিকটু। তাকে নিয়মিত সুযোগ দেয়ার কারণে অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টকে নিয়েও সমালোচনা হয়েছে বহুবার। এবার অবশ্য আস্থার প্রতিদান দিয়েছেন এবাদত। নিউজিল্যান্ডের মাটিতে অসাধারণ পারফরম্যান্সে দলকে টেস্ট জিতিয়েছেন তিনি। তার এমন পারফরম্যান্সে খুশি মুমিনুল হক। বাংলাদেশের অধিনায়ক জানতেন, এবাদত জ্বলে উঠলে সেই টেস্টে বাংলাদেশ জিতবেই!

এই ম্যাচের আগে ১০ ম্যাচে এবাদতের পেয়েছিলেন ১১ উইকেট। তার বোলিং গড় ছিল অনেক বেশি দৃষ্টিকটু (৮১.৫৫)। মাউন্ট মঙ্গানুইতে তার খেলা নিয়েও ছিল শঙ্কা। যদিও বরাবরের মতো এবারও এবাদতে ভরসা রাখেন মুমিনুল।

এবাদতও দিয়েছেন ক্যারিয়ার সেরা পারফরম্যান্স। প্রথম ইনিংসে এক উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে তিনি নেন ৪৬ রান খরচায় ছয় উইকেট। এমন পারফরম্যান্সের প্রতীক্ষায় হয়তো প্রহর গুনছিলেন মুমিনুল।

টাইগার অধিনায়ক বলেন, ‘আমি বিস্মিত নই। আমি জানি, দলের অনেকেই জানে, ও (এবাদত) যে মাপের বোলার, হয়তো বল এক জায়গায় করতে পারে না, যেদিন ভালো জায়গায় বল করবে, ওই দিন ওই দল শেষ। কিন্তু ওর এটা ধারাবাহিক ছিল না।

‘সবশেষ ২-৩ বছর ধরে আমাদের বোলিং কোচ অনেক পরিশ্রম করছে ওকে নিয়ে। এমনকি আমিও করছি। গত ১-২ বছর ধরে টানা টেস্ট ম্যাচ খেলেছে। এটার ফল কালকে আর আজকে দিয়েছে ম্যাচ জিতিয়ে।’

এবাদতের এমন পারফরম্যান্সের মধ্য দিয়ে গত ৯ বছর পর বাংলাদেশের কোনো পেসার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়তে পারল। তার এমন পারফরম্যান্সে পুরো টিম ম্যানেজমেন্টের কৃতিত্ব দেখছেন মুমিনুল।

‘গত ২-৩ বছর সে (এবাদত) বেশ পরিশ্রম করছিলো। সে বিমানবাহিনী থেকে এসেছে, একজন ভলিবল খেলোয়াড় ছিলো সে। আমি মনে করি আমাদের বোলিং কোচ ও অন্যান্যরা তাকে বেশ সমর্থন জুগিয়েছে। ভালো জায়গায় সে বল করেছে, দুর্দান্ত ও অবিশ্বাস্য স্পেল উপহার দিয়েছে আমাদের। এমন কিছু সে সামনে অনেকদিন টেনে নিবে এমনটাই আশা করছি।’