নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজ

ঐতিহাসিক এই জয় ভুলে যেতে চান মুমিনুল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:52 বুধবার, 05 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় ভুলে যেতে চান মুমিনুল হক। ক্রাইস্টচার্চে সিরিজের শেষ টেস্টে জিতে সিরিজ নিজেদের করে নিতে চান বাংলাদেশের অধিনায়ক।

বে ওভালের সবুজ গালিচায় বুধবার (৫ জানুয়ারি) আট উইকেটের বড় ব্যবধানে জিতেছে লাল-সবুজের বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাঠে সব সংস্করণ মিলিয়ে একটানা ৩২ ম্যাচ হারার পর এসেছে কাঙ্খিত এই জয়।

যদিও এই জয়েই বাঁধনহারা হতে চান না মুমিনুল। আত্মবিশ্বাসের স্রোতের জলে নিজেদের ভাসিয়েও দিতে চান না। টাইগার অধিনায়কের পুরো মনোযোগ এখন ক্রাইস্টচার্চে, 'আজকে আমি এই জয় ভুলে যেতে চাই এবং ক্রাইস্টচার্চে পরের টেস্টে নজর দিতে চাই।'

২০১৯ সালে সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ার পর আকস্মিকভাবে টেস্ট অধিনায়কত্ব পান মুমিনুল। নেতৃত্বের রেকর্ড খুব একটা সন্তোষজনক নয় তার। মাউন্ট মঙ্গানুইতে নামার আগে নেতা হিসেবে ১১ ম্যাচে বাংলাদেশ দলকে মাত্র দুই ম্যাচে জিতিয়েছিলেন তিনি।

তাও ছিল দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে। এছাড়া একটি ড্র ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। আর আটটি হারের চারটিই ছিল ইনিংস ব্যবধানে! নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ জয়ের পর এসবই হয়তো মনে পড়ছিল মুমিনুলের।

তিনি বলেন, 'গত ২ বছরে টেস্টে আমরা ভালো করিনি। পরের ধাপে যেতে এরকম জয়, এই ম্যাচ জয়টা জরুরি ছিল। দলীয় প্রচেষ্টায় এসেছে এই জয়। সবাই জিততে মরিয়া ছিল। সব বিভাগে সবাই নিজেদের মেলে ধরেছে। দারুণ টিম ওয়ার্ক ছিল।'