Connect with us

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

দলের সবাইকে কৃতিত্ব দিলেন মুমিনুল


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়া ম্যাচে পাঁচদিনই দাপট দেখিয়েছে বাংলাদেশ। দলের ব্যাটার ও বোলারদের মধ্যে ছিল একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগীতা।

যদিও চতুর্থ দিনের শেষ বিকেলে এবাদত হোসেনের একটি স্পেলই বাংলাদেশকে চালকের আসনে বসায়। পঞ্চম দিনেও এবাদত-তাসকিনরা নিউজিল্যান্ডকে ১৬৯ রানে গুটিয়ে দিয়ে দলের জয়ের পথ সুগম করেন।

প্রথম ইনিংসে ১৩০ রানের লিডের সুবাদে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছিল মাত্র ৪০ রানের। সেই লক্ষ্য ৮ উইকেট হাতে রেখেই জয় পেয়েছে বাংলাদেশ।

ঐতিহাসিক জয়ের পর দলের সবাইকেই কৃতিত্ব দিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। তিনি মনে করেন তিন বিভাগেই দলের সবাই নিজেদের উজার করে দিয়েছে।

মুমিনুল বলেন, 'দলের সবার অবদান ছিল। ম্যাচটা জেতার জন্য মুখিয়ে ছিল সবাই। তিন বিভাগেই নিজেদের উজাড় করে দিয়েছে। বোলাররাই মূলত জয় এনে দিয়েছে। প্রথম ও দ্বিতীয় দুই ইনিংসেই তারা দুর্দান্ত ছিল।'

বিশেষ করে পেসারদের কৃতিত্ব দিয়েছেন মুমিনুল। এবাদত দ্বিতীয় ইনিংসে একাই নিয়েছেন ৬ উইকেট। আর তাসকিনের ঝুলিতে গেছে ৩ উইকেট। প্রথম ইনিংসে শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ নিয়েছিলেন ৩টি করে উইকেট।

আর একটি উইকেট পেয়েছিলেন এবাদত। আর দুটি উইকেট গিয়েছিল মুমিনুলের ঝুলিতেই। এমন পারফরম্যান্সের পর বোলারদের প্রশংসা করতে কার্পন্য করেননি বাংলাদেশ অধিনায়ক।

মুমিনুল বলেন, 'সবাই কঠোর পরিশ্রম করে ঠিক জায়গায় বল করে গেছে। এবাদতের পারফরম্যান্স অবিশ্বাস্য। গত কিছু ম্যাচে আমরা ভালো খেলিনি। এই ম্যাচে আমাদের অনেক ভালো খেলতে হত। আমাদের এই জয়ের কথা ভুলে ক্রাইস্টচার্চ টেস্টের জন্য প্রস্তুত হতে হবে।'

সর্বশেষ

২৯ জানুয়ারী, শনিবার, ২০২২

মাঝ পথে চলে গেলেন নিক্সন, চট্টগ্রামের প্রধান কোচ টেইট

২৯ জানুয়ারী, শনিবার, ২০২২

রানার আদর্শ আমির, হতে চান সর্বোচ্চ উইকেট শিকারি

২৯ জানুয়ারী, শনিবার, ২০২২

‘তিনটা রিভিউ থাকলে শচীন এক লাখ রান করতো’

২৯ জানুয়ারী, শনিবার, ২০২২

অথচ ক্রিকেটই ছাড়তে চেয়েছিলেন অজিদের বর্ষসেরা স্টার্ক

২৯ জানুয়ারী, শনিবার, ২০২২

বিপিএলের মাঝ পথে অধিনায়ক বদল করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

২৯ জানুয়ারী, শনিবার, ২০২২

লড়াই করেও খুলনাকে জেতাতে পারলেন না মুশফিক

২৯ জানুয়ারী, শনিবার, ২০২২

ওয়েস্ট ইন্ডিজ দলে কোন্দল নেই, বোর্ডের বিবৃতি

২৯ জানুয়ারী, শনিবার, ২০২২

শাহরুখের মাঝে ইউসুফের ছায়া খুঁজে পান হার্শা

২৯ জানুয়ারী, শনিবার, ২০২২

ভয়ডরহীন ক্রিকেটেই ভারত বধ করতে চান রাকিবুল

২৯ জানুয়ারী, শনিবার, ২০২২

জোসেফকে পাচ্ছে না বরিশাল, বদলি হেইন

আর্কাইভ

বিজ্ঞাপন