বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

আমরা ১১০ ভাগ দিয়ে জিতেছি: তাসকিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 06:43 বুধবার, 05 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসেও এটি সবচেয়ে বড় জয়।

এর আগে অনেকবারই নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ। যদিও স্বাগতিকদের বিপক্ষে কোনো ম্যাচই জিততে পারেনি বাংলাদেশ। এবার রাজসিক ফরম্যাট টেস্ট জিতেই নিজেদের সেই অপূর্ণতা ঘুচিয়েছে টাইগাররা।

এমন জয়ের পর টাইগার পেসার তাসকিন আহমেদ জানিয়েছেন, এই ম্যাচে জিততে তারা ১১০ ভাগ দিয়ে খেলেছেন। ফলাফলের চিন্তা না করে নিজেদের কাজটা ঠিকভাবে করতে চেয়েছিলেন তারা।

তাসকিন বলেন, 'আমরা পাঁচদিন দারুণ লড়াই করেছি। এশিয়ার বাইরে এটা আমাদের সবচেয়ে বড় জয়। আমরা ফলাফলের কথা চিন্তা করিনি। আমরা সবাই আমাদের প্রক্রিয়াটা ঠিক রাখার চেষ্টা করেছি। আমরা আমাদের ১১০ ভাগ দিয়ে জিতেছি।'

বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ের সাক্ষী হতে মাউন্ট মঙ্গুনুইতে হাজির হয়েছিলেন এক ঝাঁক বাংলাদেশি। তারা পঞ্চম দিনের শুরু থেকেই বাংলাদেশ দলকে সমর্থন যুগিয়েছেন।

কিউইদের বিপক্ষে এই জয়ের অন্য রকম অনুভূতি বলে জানিয়েছেন তাসকিন। তিনি বলেন, 'এমন সমর্থন পাওয়া আসলে দারুণ ব্যাপার। আমরা নিউজিল্যান্ডে অনেক ম্যাচে খেলেছি। এখানে এটা আমাদের প্রথম জয়। এটার অনুভূতি দারুণ।'

বে ওভালে ৫ উইকেটে ১৪৭ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল নিউজিল্যান্ড। প্রথম সেশনের ১০.৪ ওভারের মধ্যেই তারা ২২ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ফেলে। ফলে বাংলাদেশের জয়ের জন্য ৪০ রানের লক্ষ্য দাঁড়িয়েছিল। সেই লক্ষ্য অনায়াসেই পেরিয়ে গেছে বাংলাদেশ।