শ্রীলঙ্কা ক্রিকেট

জিম্বাবুয়ে সিরিজে শ্রীলঙ্কার কোচ রত্নায়েকে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:00 মঙ্গলবার, 04 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব ছেড়েছিলেন মিকি আর্থার। এরপর থেকেই লঙ্কানদের প্রধান কোচের পদটি শূন্য ছিল। জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে অন্তর্তীকালীন প্রধান কোচ হিসেবে রমেশ রত্নায়েকেকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

জিম্বাবুয়ের তিন বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লঙ্কানদের প্রধান কোচের দায়িত্ব সামলাবেন সাবেক এই পেসার। বর্তমানে শ্রীলঙ্কার হাই পারফরম্যান্স সেন্টারে পেস বোলিং কোচ হিসেবে কাজ করছেন তিনি।

এদিকে ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে হাই পারফরম্যান্স সেন্টারের ব্যাটিং কোচ রুইন পেইরিসকে। জিম্বাবুয়ে সিরিজের পরই লম্বা সময়ের জন্য নতুন কোচিং প্যানেল সাজাবে এসএলসি। 

কদিন আগে শ্রীলঙ্কার জাতীয় এবং যুব দলের পরামর্শক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহেলা জয়াবর্ধনে। তবে জিম্বাবুয়ে সিরিজে পাওয়া যাচ্ছে না তাকে। এই সময় শ্রীলঙ্কা যুব দলের সঙ্গে যুব বিশ্বকাপে থাকবেন সাবেক এই ব্যাটার।

১৬-২১ জানুয়ারি মাঠে গড়াবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ফেব্রুয়ারি মাঝের সময়টায় টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে শ্রীলঙ্কা। পরবর্তীতে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে তারা।