ক্রিকেট দক্ষিণ আফ্রিকা

বেঙ্গালুরু ও দক্ষিণ আফ্রিকার হয়ে কাজ করতে চান ডি ভিলিয়ার্স

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:36 মঙ্গলবার, 04 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। কদিন আগে ব্যাট-প্যাড তুলে রেখেছেন ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া ক্রিকেট থেকে। সবধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেও ক্রিকেটের সঙ্গেই থাকতে চান সাবেক এই ব্যাটার। যেখানে দক্ষিণ আফ্রিকা ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তরুণদের নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ডি ভিলিয়ার্স।

২০১১ সালে বেঙ্গালুরুতে যোগ দিয়েছিলেন ডি ভিলিয়ার্স। এরপর দলটির 'ঘরের ছেলে' বনে যান তিনি। ব্যাট হাতে দলের সর্বোচ্চ রান সংগ্রাহকদেরও একজন তিনি। দলটির হয়ে ১৫৬ ম্যাচ খেলেছেন তিনি। যেখানে চার হাজার ৪৯১ রান আসে তাঁর ব্যাটে।

যদিও সর্বশেষ আসরে খুব একটা সুবিধা করতে পারেননি ৩৭ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটসম্যান। সবমিলিয়ে ১৫ ম্যাচে তিনি করেছেন ৩১৩ রান। গুঞ্জন ছিল মেগা নিলামের আগে তাকে ছেড়ে দেবে বেঙ্গালুরু। তবে এর আগেই সবধরনের ক্রিকেটকে বিদায় বলেন ডি ভিলিয়ার্স। 

ক্রিকেট থেকে বিদায় নেয়ার পর মেন্টর হিসেবে তরুণদের নিয়ে কাজ করতে চান ওয়ানডেতে দ্রুততম হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরি করা সাবেক এই ব্যাটার। যেখানে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সুযোগ পেলে বেঙ্গালুরুর তরুণ ক্রিকেটারদের মাঝে নিজের অভিজ্ঞতা বিলিয়ে দিতে চান তিনি। 

এ প্রসঙ্গে ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি এখনও বিশ্বাস করি যে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট এবং আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে আমার ভূমিকা রাখার সুযোগ রয়েছে।’

‘আমি কোনো ধারণা নেই যে পরবর্তীতে কি আসবে। কিন্তু আমি একদিন এটার দায়িত্ব (তরুণদের) নেবো, দেখা যাক কি হয়। আমি গত কয়েক বছর ধরে কিছু সম্ভাবনাময়ী তরুণদের মেন্টরিং করে আসছি।’