আইপিএল

আহমেদাবাদের প্রধান কোচ হচ্ছেন নেহরা, মেন্টর কারস্টেন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:21 মঙ্গলবার, 04 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে যুক্ত হচ্ছে নতুন দুই দল আহমেদাবাদ ও লক্ষ্ণৌ। এর মধ্যে ৫ হাজার ৬২৫ কোটি রূপিতে আহমেদাবাদের মালিকানা কিনেছে সিভিসি ক্যাপিটাল।

আইপিএলের এবারের আসরে দলটি প্রধান কোচের দায়িত্ব পেতে চলেছেন সাবেক ভারতীয় পেসার আশিষ নেহরা। এই বিষয়টি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটির একটি সূত্র।

এ ছাড়া আহমেদাবাদের ক্রিকেট ডিরেক্টর এবং ব্যাটিং কোচ হচ্ছেন বিক্রম সোলাঙ্কি। ভারতের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কারস্টেন দলের মেন্টর হিসাবে যোগ দিতে চলেছেন।

দলটির সূত্র বলছে, 'যতদূর জানি, আশিষ নেহরাকে তারা প্রধান কোচের দায়িত্ব দিচ্ছে। পুরো ফ্র্যাঞ্চাইজিটির পরিচালনার ভার থাকছে তার কাঁধেই। সেই সঙ্গে সোলাঙ্কি হচ্ছে ব্যাটিং কোচ ও ক্রিকেট ডিরেক্টর। কারস্টেন থাকবেন মেন্টর হিসেবে।'

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) অনুমতি পাওয়ার আগে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাবে না দলটি এমনটাই নিশ্চিত করেছে সূত্র। এই তিনজনেরই সাক্ষাৎকার নেয়া হয়েছে বলে জানিয়েছে পিটিআই।

সূত্র বলেছে, 'বোর্ডের পক্ষ থেকে অনুমতি না পাওয়ায় এখনও আনুষ্ঠানিকভাবে এখনও এই খবর নিশ্চিত করেনি আহমেদাবাদ। বোর্ডের সবুজ সঙ্কেত পেলেই তারা সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করবে। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এই তিনজনের সাক্ষাৎকার নেয়া হয়েছে। তারা ছোট তালিকায় জায়গা করে নিয়েছেন।'

নেহরা ও কারস্টেনের জুটি নিয়ে বেশ আশাবাদী আহমেদাবাদ। কারণ কারস্টেনের অধীনেই ভারতীয় দলে লম্বা সময় খেলেছেন নেহরা। এ ছাড়া কয়েক মৌসুম আগে দুজনই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচিং স্টাফের অংশ ছিলেন।