বাংলাদেশ ক্রিকেট

আরও কয়েকদিন নির্বাচক হিসেবে থাকছেন নান্নু-বাশার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:16 সোমবার, 03 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

লম্বা সময় ধরেই বাংলাদেশের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন মিনহাজুল আবেদিন নান্নু। যেখানে কয়েক বছর ধরে তার সঙ্গী হিসেবে রয়েছেন হাবিবুল বাশার সুমন। কয়েক দফায় মেয়াদ বাড়ানোর পর গত ৩১ ডিসেম্বর শেষ হয়েছে তাদের প্যানেলের সর্বশেষ চুক্তির মেয়াদ।

মেয়াদ শেষ হলেও অস্থায়ীভাবে আরও কয়েকদিন নির্বাচকের দায়িত্ব পালন করবেন নান্নু এবং বাশার। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। 

২০১৬ সাল থেকে প্রধান নির্বাচকের দায়িত্বে রয়েছেন নান্নু। এরপর মেয়াদ শেষ হলেও কয়েক দফায় বাড়ানো হয় নান্নু এবং তার প্যানেলের মেয়াদ। চলমান নিউজিল্যান্ড সিরিজের কারণে নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেনি বিসিবি। তবে পরবর্তী বোর্ড সভায় এটি নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান।
 
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘আমাকে একই জিনিস পুনরায় বলতে হচ্ছে। যেহেতু চলমান একটি সিরিজ আছে, আমাদের বোর্ড সভাপতিও বাইরে আছেন। অবশ্যই আমরা কথাবার্তা বলছি। ডিসেম্বরে তাদের চুক্তি শেষ হয়ে গিয়েছে।’

‘যেহেতু সিরিজ চলছে এবং তারা এখনও কাজ করে যাচ্ছে এর মধ্যে যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় সেজন্য অস্থায়ী কয়েকদিন চালিয়ে যেতে বলেছি। বোর্ড থেকে বলা হয়েছে কয়েকদিন চালিয়ে যেতে। তারা সেভাবেই করছে। সভাপতি সাহেব যখন আসবে আলোচনা করে সিদ্ধান্ত নেবো।’