বাংলাদেশ-নিউজিল্যান্ড

ব্যাটে রান পেয়ে সাদমানকে কৃতিত্ব দিচ্ছেন শান্ত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:59 রবিবার, 02 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

স্বপ্নের মতো একটি দিন কেটেছে বাংলাদেশের। মাউন্ট ম্যাঙ্গানুই টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই নিউজিল্যান্ডকে ৩২৮ রানে অল আউট করার পর দারুণ ব্যাটিংয়ে ফলো-অন এড়িয়েছে মুমিনুল হকের দল। ২ উইকেট ১৭৫ রান নিয়ে দিন শেষ করা সফরকারীরা।  

বাংলাদেশের এমন দারুণ ব্যাটিংয়ের ভিতটা গড়ে দিয়েছেন তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়। তার সঙ্গে দারুণ খেলেছেন নাজমুল হোসেন শান্তও। ধৈর্যের পরীক্ষায় দারুণ সফলও হয়েছেন দুজন। গড়েছেন শতরানের জুটি।

শান্ত ব্যক্তিগত ৬৪ রানে শান্ত ফিরে গেলেও ২১১ বলে ৭০ রানে অপরাজিত আছেন জয়। তৃতীয় দিন স্বাগতিকদের বিপক্ষে লিড নেয়াই প্রথম লক্ষ্য থাকবে বাংলাদেশের। দিন শেষে শান্ত জানিয়েছেন নিউজিল্যান্ডকে চাপে ফেলার মন্ত্রের কথা, পরিকল্পনার কথা।

শান্ত বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল একটা বল, একটা ওভার, একটা ঘণ্টা আমরা কিভাবে পার করব। যে রকম বল পাব সেভাবেই খেলব। কোনো জোরাজুরি করব না।’

দলীয় ৪৩ রানে সাদমান ইসলাম (২২) ফেরার খেলার হাল ধরেন ওপেনার মাহমুদুল হাসান জয় ও শান্ত। দুই পাশ থেকে দুজনের অনবদ্য ব্যাটিংয়ে কিউইরা উল্টো চাপে পড়ে নিউজিল্যান্ড। দুজনে দ্বিতীয় উইকেটের জুটি থেকে ১০৪ রান তোলেন। 

শান্ত আরও বলেন, ‘আমার মনে হয় যে জয় আর সাদমান শুরুতে একটা ভালো পার্টনারশিপ দিয়েছে আমাদের, যেটা আমি ব্যাটিংয়ে যাওয়ার পর আমার জন্য সুবিধার হয়েছে। আমার আর জয়ের পরিকল্পনা ছিল যেটা, আমরা লম্বা সময়ের জন্য চিন্তা করিনি।’

জয়ের ব্যাটিংয়ের প্রশংসা করে শান্ত বলেন, ‘জয় খুবই ভালো খেলেছে, আলহামদুলিল্লাহ। তবে আমি যদি দিনটা শেষ করে আসতে পারতাম তাহলে আমাদের জন্য আরো ভালো হতো।’