ভারত

হরভজনের বায়োপিকে অনেক ভিলেন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:31 রবিবার, 02 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রিকেট থেকে অবসরে যাওয়ার পর বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারের জীবনী নিয়ে তৈরি হয়েছে বায়োপিক। সম্প্রতি অবসরে যাওয়ার পর হরভজন সিং জানিয়েছেন তার বায়োপিক তৈরি হলে তিনি খুশি হবেন। ভারতের সাবেক এই স্পিনার আরও বলেন তার জীবনি নিয়ে বায়োপিক হলে সেখানে দেখা যেতে পারে অনেক ভিলেন। 

২০১৬ সালে সর্বশেষ ভারতের জার্সিতে মাঠে নেমেছিলেন হরভজন। এরপর আরও পাঁচ বছর ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন। কিন্তু এই সময়ে জাতীয় দলের আঙিনায় সুযোগ মেলেনি তার। 

হরভজন বলেন, 'আমার জীবনের ওপর একটি চলচ্চিত্র বা একটি ওয়েব সিরিজ তৈরি হলে ভালোই হবে। তাতে মানুষ আমার বলা গল্পটা জানতে পারবে। আমি কেমন মানুষ ছিলাম এবং কী করেছি। আমার বায়োপিকে কে ভিলেন হতে পারে তা বলতে পারছি না। তবে হয়তো একজন হবে না, অনেকজন হতে পারে।'

গত ২৪ ডিসেম্বর সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন হরভজন সিং। যদিও এর দিন দুয়েক পরই আক্ষেপ করে বলেছেন তার ক্যারিয়ার আরও বড় হতে পারতো। তার সেই আক্ষেপের কারণটা জানা গেলো গত শুক্রবার (৩১ ডিসেম্বর)। যেখানে জি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আঙুল তুলেছেন বোর্ড কর্মকর্তাদের ওপর।

হরভজন বলেন, 'ভাগ্য সবসময়ই আমার পাশে ছিল। শুধুই কিছু বাইরের বিষয় আমার পাশে ছিল না। সম্ভবত তারা পুরোপুরি আমার বিরুদ্ধে ছিল। হতে পারে আমি যেভাবে বোলিং করছিলাম এবং যেভাবে সামনে এগিয়ে যাচ্ছিলাম, সেই কারণে।'

তিনি আরও বলেন, '৩১ বছর বয়সে আমি ৪০০ টেস্ট উইকেট নিয়েছিলাম। যদি আরও ৪-৫ বছর খেলতে পারতাম। আমি মনে করি তাহলে আমি আরও ১০০-১৫০ উইকেট নিতে পারতাম।'