বাংলাদেশ-নিউজিল্যান্ড

ওয়্যাগনার বলছেন, ভিন্ন পথে হেঁটেও সফল শান্ত-জয়রা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:00 রবিবার, 02 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

মাউন্ট মঙ্গানুইতে টেস্টের দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়ের হাফ সেঞ্চুরিতে ফলো-অন এড়ানোর সঙ্গে ২ উইকেটে ১৭৫ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। তবে স্বাগতিকদের চেয়ে আরও ১৫৩ রানে পিছিয়ে আছে মুমিনুল হকের দল।

প্রথমে ব্যাটিং করা নিউজিল্যান্ডকে ৩২৮ রানে গুটিয়ে দেয়া বাংলাদেশ প্রথম উইকেট হারায় দলীয় ৪৩ রানে। সাদমান ইসলামের বিদায়ের পর ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, নেইল ওয়্যাগনার ও কাইল জেমিসনদের দারুণভাবে সামাল দেন শান্ত-জয়। ১০৪ রানের জুটি গড়ার পর শান্ত ফেরেন ৬৪ রানে।

এতদিন নিউজিল্যান্ডে গিয়ে ওয়্যাগনারকে ভিন্নভাবে সামলিয়েছেন সাকিব আল হাসান-তামিম ইকবালরা। তার বডিলাইন বোলিংয়ে আক্রমণাত্মক মনোভাবে ব্যাটিং করতেন তারা। যেখানে দারুণ সফলও হয়েছেন মুশফিক, সৌম্য বা সাকিবরা। কিন্তু শান্ত-জয় হেঁটেছেন ভিন্ন পথে। 

ওয়্যাগনারের বাউন্সারে আক্রমণাত্মক খেলার বদলে সোজা ব্যাটে ডিফেন্স করে গেছেন প্রায় পুরোটা সময়। বিশেষ করে শান্ত সাজঘরে ফেরার পর শেষ বিকেলে ওয়াগনারের ১৮ বল খেলে ১ রান করেছেন জয়। যে কারণে দুই তরুণকে প্রশংসায় ভাসিয়েছেন বাঁহাতি এই পেসার।

ওয়্যাগনার বলেছেন, ‘প্রতি সফরেই বাংলাদেশ দল শক্তি প্রতিপক্ষ হিসেবে আসে এখানে। তারা সবসময়ই আমাদের এখানে ভালো খেলেছে। সাকিব-তামিমরা ভিন্ন ধরনের ক্রিকেট খেলে। তারা সাধারণত আক্রমণাত্মক ব্যাটিং করে, আরও বেশি শট খেলতে। যা আমাদের জন্য উইকেটেরও সম্ভাবনা তৈরি করে। তারা মানসম্পন্ন ক্রিকেটার এবং লম্বা সময় ধরে খেলছে।’

‘আজকে তরুণ ব্যাটাররা অসাধারণ খেলেছে। আমার মতে, তারা চরম ধৈর্য্যের পরীক্ষা দিয়েছে। আমাদেরকে খুব একটা সুযোগ দেয়নি, উইকেটে আটকে থেকেছে। উইকেটে আঠার মতো লেগে থাকার প্রস্তুতি নিয়েই এসেছিল তারা। অনেক বেশি বল ছেড়েও দিয়েছে তারা' আরও যোগ করেন তিনি।

আজকের দিনটি ভালো না কাটলেও ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী ওয়্যাগনার। তবে সেজন্য পেসারদের সামনে থেকে নেতৃত্ব দিতে হবে বলে মনে করছেন তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে উইকেট থেকে স্পিনাররাও সুবিধা পেতে শুরু করবে বলেও জানিয়েছেন তিনি।

ওয়্যাগনার বলেন, ‘এটি আসলে টেস্ট ক্রিকেটের একটি কঠিন দিন ছিল। আমার মতে, আমরাও শক্ত লড়াই করেছি তবে দুই প্রান্ত থেকে সফল হতে পারিনি। এটিই টেস্ট ক্রিকেট। আগামীকাল আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ। এটি কাজে লাগিয়ে দ্রুত উইকেট নিতে হবে।’

‘এটি আমাদের মধ্যে অনেক বেশি প্রশ্নের জন্ম দিয়েছে এবং উইকেট নেওয়ার দিকে ছুটতে বাধ্য করেছে। যা তাদেরকে রান করার সুযোগ তৈরি করে দিয়েছে। আমার মতে, তারা দুর্দান্ত খেলেছে। পূর্ণ কৃতিত্ব প্রাপ্য তাদের। যখনই রান করার বল পেয়েছে, তারা রান করে নিয়েছে। তারা সুন্দর ডিফেন্স করেছে এবং ভালোভাবে বল ছেড়েছে।’