পাকিস্তান ক্রিকেট

বিদেশি কোচ চান বাবররা, রমিজের দ্বিমত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:34 শনিবার, 01 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

রমিজ রাজা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি হওয়ার পরই দেশটির ক্রিকেটে লেগেছে পরিবর্তনের হাওয়া। পাকিস্তানের ক্রিকেটের উন্নয়নে কঠিন সব সিদ্ধান্ত নিতেও পিছ পা হচ্ছেন না তিনি।

এরই মধ্যে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের দক্ষতা বাড়াতে বিশেষজ্ঞ পাওয়ার হিটিং কোচ নিয়োগ দেয়ার ভাবনায় আছেন রমিজ। এমনকি হাই পারফরম্যান্স ইউনিটের জন্যও বেশ কয়েকজন কোচ নিয়োগ করতে চাইছেন তিনি।

এজন্য পাকিস্তান দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার বাবর ও রিজওয়ানের সঙ্গে আলোচনায় বসেছিলেন রমিজ। সেই আলোচনায় উপস্থিত আছেন প্রধান কোচ সাকলাইন মুস্তাকও। তারা বিদেশি কোচ নিয়োগ দেয়ার পরামর্শ দিয়েছেন।

যদিও রমিজের চাওয়া দেশি কোচরাই দায়িত্ব নিক বাবর-রিজওয়ানদের। এক ভিডিও বার্তায় এসব বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই সভাপতি।

তিনি বলেছেন, 'আমি বাবর, সাকলাইন ও রিজওয়ানের সঙ্গে কথা বলেছি। আর জাতীয় দলের ড্রেসিংরুমে বিদেশি কোচ নিয়োগের পক্ষে মত দিয়েছে তারা। কিন্তু এ ব্যাপারে আমি একদম উন্মুক্ত। আমার ধারণা, সফরে দেশি কোচদেরও অন্তর্ভুক্ত করা উচিত। ড্রেসিংরুমের আবহাওয়া ঠিক রাখতে হলে স্থায়ী কোচ থাকা জরুরি।’

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সাকলাইনের সঙ্গে পাকিস্তান দলের কোচিং প্যানেলে যুক্ত করা হয় ম্যাথু হেইডেন ও ভারনন ফিল্যান্ডারকে। এতে করে বিশ্বকাপে সফলও হয়েছে পাকিস্তান। তাদের অধীনেই এই বিশ্ব আসরের সেমিফাইনালে খেলেছে দলটি। এমন সাফল্যের কারণে বিদেশি কোচে আস্থা বাবরদের।

এদিকে বিশ্বকাপের পর পাকিস্তানের জন্য নতুন করে কোনো কোচ নিয়োগ দেয়নি পিসিবি। এর পেছনেও যুক্তি দেখিয়েছেন রমিজ। মূলত ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা বুঝতে আর কোনো কোচ নিয়োগ দেয়নি পাকিস্তান।

এই বিষয়টি খোলাসা করে তিনি বলেছেন, ‘আমি দেখতে চেয়েছিলাম, তারা নিজের পায়ে দাঁড়াতে পারে কি না, নিজেরা ভাবতে পারে কি না। কঠিন পরিস্থিতিতে কোনো সহযোগিতা ছাড়া যদি টিকতে না পারে, তাহলে একজন অসাধারণ হতে পারবে না।’