লাল বলের ফ্র্যাঞ্চাইজি লিগের প্রস্তাব দিলেন পিটারসেন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:01 শনিবার, 01 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

অ্যাশেজ সিরিজের তিন ম্যাচের সব কটিতেই হেরেছে ইংল্যান্ড। এমন পারফরম্যান্সের পর ইংল্যান্ডের লাল বলের ক্রিকেটকে ঢেলে সাজানোর প্রস্তাব দিচ্ছেন অনেক সাবেক ক্রিকেটার। সাবেক ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসেন লাল বলের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের প্রস্তাব জানিয়েছেন।

ইংল্যান্ডের ক্রিকেটের হারানো গৌরব ফিরে পেতে নিজের ব্লগ পোস্টে বেশ কিছু পরামর্শ দিয়েছেন তিনি। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট থেকে মান সম্পন্ন টেস্ট ক্রিকেটার উঠে আসছেন না বলেও অভিযোগ করেছেন চারটি অ্যাশেজ জয়ী এই সাবেক ক্রিকেটার।

তিনি লিখেছেন,  ‘খেলার বর্তমান ফরম্যাটে (কাউন্টি) চ্যাম্পিয়নশিপ টেস্ট দলের জন্য সেরা খেলোয়াড় সরবরাহ করার অবস্থায় নেই।মসেরা খেলোয়াড়রা এটায় খেলতে চায় না, তাই ইংল্যান্ডের তরুণ খেলোয়াড়রা আমার মতো অন্যান্য দুর্দান্ত খেলোয়াড়দের কাছ থেকে শিখতে পারে না। গড়পড়তা বোলাররা খারাপ উইকেটে ব্যাটসম্যানদের আউট করছে।’

দ্য হান্ড্রেডের মতো লাল বলের একটি ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের প্রস্তাব দিয়ে পিটারসেন লিখেছেন, ‘তাদের লাল বলের ক্রিকেটে একই রকম ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা শুরু করতে হবে। যেখানে সেরা খেলোয়াড়রা প্রতি সপ্তাহে একে অপরের বিরুদ্ধে খেলবে। বিশ্বের সেরা বিদেশী খেলোয়াড়দের আকৃষ্ট করতে হবে। ইংল্যান্ডের শীর্ষ খেলোয়াড়রা তাদের সাথে খেলে উপকৃত হবে।’

এই ব্লগ পোস্টে দ্য হান্ড্রেড টুর্নামেন্ট আয়োজনের জন্য ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে প্রশংসায় ভাসিয়েছেন পিটারসেন। তিনি বলেন, ‘দ্য হান্ড্রেডে, ইসিবি সত্যিই একটি প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট তৈরি করেছে। এতে সেরা খেলোয়াড়রা একে অপরের মুখোমুখি হয়, এটি ভালো ভাবে মূল্যায়ন করা হয় এবং দর্শকরাও যুক্ত থাকে।’

লাল বলের ফ্র্যাঞ্চাইজি লিগটি আট দলের রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে আয়োজনের পরামর্শ দিয়েছেন পিটারসেন। উইকেট যেন খুব বেশি বোলিং বান্ধব না হয় সেটাও জানিয়েছেন তিনি। পিটারসেন লিখেছেন, ‘যে পিচগুলো এখনকার মতো খুব বেশি বোলার বান্ধব নয়, সেজন্য ইসিবির পিচের ওপর নজর রাখা উচিত।’