টেস্ট চ্যাম্পিয়নশিপ

নতুন বছরের প্রথম দিনই কোহলিদের জরিমানা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:17 শনিবার, 01 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে হারিয়ে বছর শেষ করেছে ভারত। যদিও নতুন বছরের প্রথম দিনই শুনতে হলো দুঃসংবাদ। স্লো ওভার রেটের কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কাটা গেল বিরাট কোহলির দলের।

সেঞ্চুরিয়ন টেস্টে নির্ধারিত সময়ে একটি ওভার কম করেছে ভারত। সাদা পোশাকের এই বিশ্ব আসরের নিয়ম অনুযায়ী প্রতিটি স্লো ওভারের কারণে এক পয়েন্ট কাটা হয় দলগুলোর।

ভারতেরও এক পয়েন্ট কাটা গেছে। সেই সঙ্গে পুরো দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্বে থাকা অ্যান্ডি পাইক্রফট এই শাস্তি দিয়েছেন।

কোহলি শাস্তি মেনে নেয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এর আগে গত আগস্টে স্লো ওভার রেটের কারণে জরিমানার কবলে পড়তে হয়েছিল ভারতকে।

সেই সময় নটিংহ্যাম টেস্টে ভারত নির্ধারিত সময়ে দুই ওভার পিছিয়ে ছিল। এর ফলে তাদের দুই পয়েন্ট কাটা হয়েছিল। এখনও পর্যন্ত ৮ ম্যাচে চার জয় ও দুই ড্রতে ভারতের সংগ্রহে রয়েছে ৫৪ পয়েন্ট।

সেঞ্চুরিয়ন টেস্টে জয়ের পর ভারতের জয়ের শতাংশ ছিল ৬৪.২৮। যদিও স্লো ওভার রেটের কারণে সেটা নেমে এসেছে ৬৩.০৯ এ। কদিন আগেই ইংল্যান্ড দলও একই জরিমানার কবলে পড়েছিল।