ওয়েস্ট ইন্ডিজ

গেইলকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড ঘোষণা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:56 শনিবার, 01 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের শেষ ম্যাচেই ইঙ্গিত মিলেছিল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছেন ক্রিস গেইল। এই ওপেনারের ইচ্ছা ঘরের মাঠে আসন্ন কোনো ম্যাচ দিয়ে আন্তর্জাতিক  ক্রিকেটকে বিদায় জানাবেন। 

যদিও আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের দলে জায়গা পাননি তিনি। গত শুক্রবার (৩১ ডিসেম্বর) আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)।

যেখানে তরুণ ক্রিকেটারদের প্রাধান্য দিয়েছেন ক্যারিবিয়ান নির্বাচকরা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই গেইল জানিয়েছিলেন, ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে তাকে দেখা যাবে কিনা, সেটার কোনো নিশ্চয়তা নেই।

যদিও ৪২ বছরের বয়সী এই জ্যামাইকান তারকা নিজের শহরে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডও তার সেই ইচ্ছাকে সম্মান জানানোর কথা জানিয়েছিল।

দেশটির ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিল, গেইল যেন নিজ শহরে বিদায়ী ম্যাচ খেলতে পারে সেটার পরিকল্পনা করবে ডাব্লিউআইসিবি। এদিকে আগামী ৮ জানুয়ারি থেকে ১৬ জানিয়ারি পর্যন্ত আয়াল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে ক্যারিবীয়রা।

এরপর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হবে ২২ জানুয়ারি। এরপর ১৬ জানুয়ারি সমাপ্ত হবে সিরিজটির। এই সিরিজ দুটি দিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলে আবারও ফিরছেন কাইরন পোলার্ড। এর আগে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজ খেলা হয়নি তার।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড (আয়ারল্যান্ড সিরিজ)

কাইরন পোলার্ড (অধিনায়ক), শাই হোপ (সহ-অধিনায়ক), শামার ব্রুকস, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, গুদাকেশ মতি, জেডেন সিলস, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ, ডেভন থোমা।

রিজার্ভ: কেচি কার্টি, শেলডন কটরেল

ওয়েস্টিট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড (আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজ)

কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান (সহ-অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন (শুধুমাত্র ইংল্যান্ড সিরিজ), ড্যারেন ব্রাভো (শুধুমাত্র ইংল্যান্ড সিরিজ), রোস্টন চেজ, শেলডন কটরেল, ডমিনিক ড্রেকস, শাই হোপ, আকিল  হোসেইন, জেসন হোল্ডার, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, রোভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ, হেইডেন ওয়ালশ জুনিয়র।

রিজার্ভ: জেডেন সিলস, আলজারি জোসেফ, ডেভন থমাস।