বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

নিউজিল্যান্ডকে দ্রুত অল আউট করতে চায় বাংলাদেশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:40 শনিবার, 01 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বে ওভালের মাউন্ট মঙ্গানুইয়ে টসে জিতে বোলিং নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। বোলাররা শুরু থেকেই অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছেন। শুরু থেকেই লাইন লেন্থ ঠিক করে বোলিং করে গেছেন বাংলাদেশের পেস ত্রয়ী তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।

প্রথম উইকেট তুলে নিয়ে সাফল্য পেয়েছেন শরিফুল ইসলাম। তিনি দিনের চতুর্থ ওভারেই কিউই ওপেনার টম লাথামকে সাজঘরে ফিরিয়েছেন। তার ইন সুইং বল লাথামের ব্যাটের কানা ছুঁয়ে প্যাডে লেগে উইকেটের পেছনে চলে গিয়েছিল। সেই ক্যাচ ঝাঁপিয়ে মুঠোবন্দি করেছেন উইকেটরক্ষক লিটন দাস।

দিনের শেষভাগে নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার রস টেলরকেও আউট করেছেন শরিফুল। টেলর শরিফুলের বলে ড্রাইভ করতে গিয়েছিলেন। সেই বল শর্ট কভারে অনায়াসে লুফে নিয়েছেন সাদমান ইসলাম। শরিফুল প্রথম দিন এমন বেশ কয়েকটি বল করেছেন যাতে আরও উইকেট পেতে পারতেন।

দিন শেষে স্বস্তি নিয়ে শরিফুল বলেছেন, 'প্রথম ঘন্টায় ভালো লেগেছে বল করে। ভালো মুভমেন্ট ছিল, সুইং ছিল। বেশ উপভোগ করেছি। লাঞ্চের পর উইকেট ভিন্ন ছিল। একটু ফ্ল্যাট হয়ে গিয়েছিল। বল সোজা সোজা যাচ্ছিল। তখন লাইন-লেংথটা একটু পিছিয়ে নিয়েছি যেন তাদের রান করা একটু কঠিন হয়।'

মাত্র ১ রানে প্রথম উইকেট পতনের পর উইল ইয়ংকে নিয়ে কিউইদের ইনিংস গড়ায় মনোযোগ দেন ডেভন কনওয়ে। ইয়ং ৫২ রান করে ফিরে গেলেও সেঞ্চুরি তুলে নিয়ে কিউইদের রানের চাকা সচল রেখেছেন কনওয়ে। দিনের শেষ ভাগে তাকে আউট করেছেন টাইগার অধিনায়ক মুমিনুল।

প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৫৮। দ্বিতীয় দিন তাদের দ্রুত অল আউট করাই বাংলাদেশের লক্ষ্য। শরিফুল বলেছেন, 'কনওয়ের উইকেটটা খুব গুরুত্বপূর্ণ ছিল। মুমিনুল ভাই এসে উইকেটটা নিয়েছে। আমরা চেষ্টা করব রান রেটটা ধরে রেখে ওদের দ্রুত অলআউট করার চেষ্টা করব।'

নিজের পারফরম্যান্সে দারুণ খুশি শরিফুল। তবে আরও এক-দুইটি উইকেট পেলে আরেকটু স্বস্তি পেতেন বলেও স্বীকার করেছেন তিনি। শরিফুল বলেন, 'খুশি। তবু মনের মধ্যে কিন্তু শব্দটা থাকেই। যদি আরও এক-দুটি উইকেট যেত, তাহলে আরও খুশি লাগত। দিন শেষে আলহামদুলিল্লাহ খুশি।'