বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

সেঞ্চুরি হাঁকিয়েও হতাশ কনওয়ে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:25 শনিবার, 01 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

মাউন্ট মঙ্গানুইতে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন ডেভন কনওয়ে। এই টপ অর্ডার ব্যাটরকে ১২২ রানে সাজঘরে ফিরিয়েছেন মুমিনুল হক। প্রথম দিনে কিউইদের সেরা পারফর্মার এই বাঁহাতি ব্যাটার। তারপরও দিন শেষে সন্তুষ্ট হতে পারছেন না তিনি।

মুমিনুলের মতো একজন অনিয়মিত বোলারের বিপক্ষে নিজের উইকেট হারানোতেই যেন তার সব আক্ষেপ। এদিন সকালে টস জিতে বোলিং করতে নেমে দুর্দান্ত শুরু করেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। তাদের দুজনের সুইং সামলাতে বেশ খানকিটা হিমশিম খেতে হচ্ছিলো টম লাথাম এবং উইল ইয়ংকে।

ইনিংসের চতুর্থ ওভারেই বাংলাদেশকে ব্রেুক থ্রু এনে দেন শরিফুল। লাইন, লেন্থ বজায় রেখে সকালের শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ। আঁটসাঁট বোলিংয়ে শুরুর ঘণ্টায় নিউজিল্যান্ডকে চেপে ধরলেও সময়ের সঙ্গে সঙ্গে ছন্দ হারাতে থাকে বাংলাদেশের বোলাররা। 

দলের বিপর্যয়ে মাটি কামড়ে উইকেটে পড়ে থাকা বাঁহাতি এই ব্যাটার সেঞ্চুরি তুলে নিয়ে উল্টো বাংলাদেশকে অস্বস্তিতে রাখেন। শেষ পর্যন্ত তিনি সাজঘরে ফিরিছেন ২২৭ বলে ১২২ রানের দারুণ এক ইনিংস খেলে।

প্রথম দিনের খেলা শেষে কনওয়ে বলেন, 'সত্যিই হতাশাজনক। চেয়েছিলাম ইনিংসটা আরও বড় করতে। কিন্তু ভাবিনি এমন একজন বোলারকে উইকেট ছুড়ে দিব যে নিয়মিত বোলার না, এটা হতাশার বটে।'

রস টেলর-হেনরি নিকোলসরা ভালো শুরু পেয়েও এদিন ইনিংস বড় করতে পারেননি। দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৫৮ রান তুলেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে দুই উইকেট শিকার করেছেন শরিফুল।