সালতামামি

ব্যর্থতার বছরে পরিসংখ্যানে সফল বাংলাদেশ

হাসিব সিয়াম

হাসিব সিয়াম
প্রকাশের তারিখ: 15:20 শুক্রবার, 31 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

১২ ম্যাচে আট জয়। চারটি দ্বিপাক্ষিক সিরিজের তিনটিতেই জয়। এর মধ্যে দুটিতে হোয়াইটওয়াশ হয়েছে প্রতিপক্ষ। ২০২১ সালে ওয়ানডেতে এমনই দাপট দেখিয়েছে বাংলাদেশ। এই সংস্করণে বরাবরই শক্তিশালী বাংলাদেশ। যার প্রমাণ এই বছর বাংলাদেশ দলের ওয়ানডে পারফরম্যান্সের এই পরিসংখ্যান।

ওয়ানডের এমন সফল দলটিই বাকি দুই সংস্করণে বছর জুড়ে পায়ের তলায় মাটি খুঁজেছে। টেস্ট ক্রিকেটে ঘরে-বাইরে দুই জায়গায়ই ব্যর্থ ছিল মুমিনুল হকে দল। চলতি বছর ৭ টেস্টে বাংলাদেশের জয় কেবল একটিতে। এই বছরের একমাত্র জয়টা এসেছে  জিম্বাবুয়ের বিপক্ষে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেল্লে টেস্টে ড্র করাটাও নিশ্চই প্রশংসা কুড়ানোর মতো ছিল। সাদা পোশাকের ক্রিকেটে একুশের সাফল্য বলতে এতটুকুই। বাকি পাঁচ ম্যাচেই ব্যর্থ ছিল বাংলাদেশ।

পরিসংখ্যান বলছে ২০২১ সালে টি-টোয়েন্টিতে ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। মিরপুরে টানা দুই সিরিজ জিতে র‍্যাঙ্কিংয়েও বড় লাফ দিয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। অথচ বাস্তবতা ছিল একেবারে ভিন্ন। সাদা পোশাকের মলিন বাংলাদেশ রং ছড়াতে পারেনি টি-টোয়েন্টিতেও। ঘরের মাঠের অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সিরিজ এক পাশে রাখলে বাকিটা জুড়ে শুধুই হতাশা।

বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। শুরুটা হয়েছিল স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে। এরপর যতই সময় গড়িয়েছে ব্যর্থতার পাল্লা ততটাই ভারী হয়েছে। আরব আমিরাতের মাটিতে দুই ম্যাচ জিতে বাছাই পর্ব পার হয় বাংলাদেশ। কিন্তু সুপার টুয়েলভ পর্বে কোনো ম্যাচই জিততে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের দল। এই পর্বে সব ম্যাচে ব্যর্থ রিয়াদ-মুশফিকদের অবস্থা ছিল রীতিমতো ছেড়ে দে মা, কেঁদে বাঁচি।

বছরজুড়ে এতসব ব্যর্থতার ভীড়েও কিছু সফলতার গল্প ছিল। মোটা দাগে দল ব্যর্থ বলেই হয়তো এগুলো খুব একটা লাইম লাইটে আসেনি। তবে এসব ছোট ছোট অর্জনই তো সামনে এগোবার প্রেরণা জোগায়। সব বাধা পেরিয়ে সাকিব-তামিমরা হয়ে উঠেন  অপ্রতিরোধ্য। চলুন জেনে নেয়া যাক, ২০২১ সালে বাংলাদেশের করা অনন্য পাঁচ রেকর্ড।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব-

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১১৭ উইকেট নিয়ে এই সংস্করণের ক্রিকেটে এখন সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে লাসিথ মালিঙ্গাকে পেছনে ফেলে এ কীর্তি গড়েন তিনি। এই তালিকায় দুই নম্বরে আছেন টিম সাউদি। এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশো উইকেটের মাইল ফলক ছুয়েছেন কেবল চার বোলার। মালিঙ্গা, সাউদ ও রশিদ খানদের সঙ্গে এই তালিকায় সাকিবের নাম জ্বলজ্বল করছে।

এক মৌসুমে বাংলাদেশের সর্বাধিক টি-টোয়েন্টি ম্যাচ জয়-

২০২১ সালে বাংলাদেশ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ২৭ টি। এর মধ্যে জয় পেয়েছে ১১ ম্যাচে। যা এক মৌসুমে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ম্যাচ জয়ের রেকর্ড। এর আগে ২০১৬ সালে এক মোসুমে সর্বোচ্চ ৭টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছিল টাইগাররা।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাহমুদউল্লাহ-

টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের পারফরম্যান্সের সুবাদে সাফল্যের পাল্লা ভারি হয়েছে অধিনায়ক মাহমুদউল্লাহরও। মাহমুদউল্লাহর নেতৃত্বে টি-টোয়েন্টিতে ১৫টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। যা এই সংস্করণে বাংলাদেশের ইতিহাসে কোনো অধিনায়কের সবচেয়ে বেশি জয়। তার নেতৃত্বে বাংলাদেশ মোট ম্যাচ খেলেছে ৩৮টি।

টি-টোয়েন্টিতে এক মৌসুমে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান নাঈম শেখের-

২০২১ সালে টি-টোয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে ৫৭৫ রান করেছেন নাঈম শেখ। যা টি-টোয়ান্টিতে কোনো বাংলাদেশি ব্যাটারের এক মৌসুমে সর্বোচ্চ সংগ্রহ। ৪৯৬ রান করে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মাহমুদউল্লাহ।

টেস্টে সাকিবের ৪ হাজার রান ও ২০০ উইকেট-

সাদা পোশাকে ৪ হাজার রানের পাশপাশি বল হাতে ২০০ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন সাকিব। বাংলাদেশের ক্রিকেটে একমাত্র ক্রিকেটার হিসেবে এমন কীর্তি গড়েন তিনি। এই ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিনি এই মাইল ফলক স্পর্শ করেছেন।