বাংলাদেশ-নিউজিল্যান্ড

৩ পেসার ও এক স্পিনার নিয়ে একাদশ সাজানোর ইঙ্গিত ডমিঙ্গোর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:26 শুক্রবার, 31 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের ইতিহাস সুখকর নয়। তিন ফরম্যাট মিলিয়ে ৩২টি ম্যাচ খেললেও একটিতেও জয়ের দেখা পায়নি রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। ইতিহাস বদলানোর চেষ্টায় এবার নতুন বছরের প্রথম দিন মাউন্ট মঙ্গানুইতে স্বাগতিকদের মুখোমুখি হবে মুমিনুল হকের দল।

গত ৮ ডিসেম্বর নিউজিল্যান্ড সফরের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ। গেল সফরে ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হলেও এবার বিসিবির বিশেষ সুপারিশে ৭ দিনের কোয়ারেন্টাইনের অনুমতি দেয় নিউজিল্যান্ড স্বাস্থ্য বিভাগ। কিন্তু বিমানে একজন করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে থাকায় টিম ম্যানেজমেন্ট ও ক্রিকেটার সহ ৯ জনকে ১০ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

এর আগে গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দলটির বেশ কয়েকজন ক্রিকেটার কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়ে অনুশীলনে নামেন। কিন্তু এরপর দুঃসংবাদ শুনতে হয় পুরো দলকে। কোয়ারেন্টাইন বাড়িয়ে দেয়া হয় ২১ ডিসেম্বর পর্যন্ত। ফলে নিউজিল্যান্ডে বাংলাদেশের রুম কোয়ারেন্টাইন দাঁড়ায় মোট ১১ দিনের।

কোয়ারেন্টাইনের জটিলতা পেছনে ফেলে ২১ ডিসেম্বর অনুশীলনে ফেরে বাংলাদেশ। এরপর ওয়েলিংটনে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ২দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলে সফরকারীরা। যেখানে বাংলাদেশ দলের পারফরম্যান্স ছিল নজরে আসার মতো। 

ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভালোভাবে ঝালাই করে নেন ক্রিকেটাররা। প্রস্তুতি ম্যাচের সেই পারফরম্যান্সই প্রথম টেস্টের আগে বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে। তবে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, প্রথম টেস্টে বাংলাদেশের একাদশে দেখা পেতে পারে ৩ পেসার ও এক স্পিনারকে।  

ডমিঙ্গো বলেন, ‘এখনও উইকেট দেখিনি। উইকেট দেখার পর একাদশ নিয়ে সিদ্ধান্ত নিব। তবে আশা করছি ভালো উইকেটই পাব। তবে হয়ত পেস ও স্পিন দুটোকে গুরুত্ব দিয়েই একাদশ সাজাবো। চতুর্থ ও পঞ্চম দিনে উইকেটে কিছুটা স্পিন ধরবে।’

নিউজিল্যান্ডের অনভ্যস্ত কন্ডিশনে দল কেমন করে, তা দেখতে মুখিয়ে থাকা ডমিঙ্গো বলেন, ‘বাংলাদেশের জন্য তো একটু কঠিনই। বাংলাদেশ ঐতিহাসিকভাবে স্পিন নির্ভর। তবে আমাদের দলে ভালো পেসার আছে। হয়ত ৩ পেসারের ওপর ভরসা রাখব। উইকেট দেখে নির্বাচকদের সাথে আলোচনা করব। তবে ভারসাম্যপূর্ণ বোলিং আক্রমণ হবে। ৩ পেসার ও ১ স্পিনার থাকতে পারে।’