Connect with us

বিগ ব্যাশ

বিগ ব্যাশেও করোনার হানা, ম্যাচ স্থগিত


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

অ্যাশেজের পর বিগ ব্যাশেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। স্থগিত হয়ে গিয়েছে বৃহস্পতিবারের পার্থ স্কোর্চাস এবং মেলবোর্ন স্টার্সের মধ্যকার ম্যাচটি। বৃহস্পতিবার বিকেলে ম্যাচ শুরুর আগে করোনা পজিটিভ আসেন স্টার্স ক্যাম্পের সাপোর্ট স্টাফের এক সদস্য। তার সংস্পর্শে আসা সকলকে পিসিআর টেস্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বর্ডারে বাধ্যবাধকতা থাকার কারণে পার্থের কয়েকটি ম্যাচ নতুন সূচিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই ম্যাচটি ছিল তার একটি। কিন্তু করোনার থাবায় শেষ পর্যন্ত এই ম্যাচটিও এখন মাঠে গড়াচ্ছে না।

বিগ ব্যাশে লিগের জেনেরাল ম্যানেজার অ্যালিস্টার ডবসন এই বিষয়ে বলেন, আমাদের হাতে আর কোন উপায় ছিল না ম্যাচটি স্থগিত করা ছাড়া। টুর্নামেন্টে জৈব সুরক্ষা বলয় রক্ষায় অনেক নিয়ম-কানুন রয়েছে। মূলত সবাইকে নিরাপদ রাখার জন্যই।'

'প্রতিনিয়ত সবকিছু তদারকি করা হচ্ছে প্রত্যেকটি রাজ্যকে করোনামুক্ত রাখার জন্য। নিরাপত্তাই এখন আমাদের প্রধান এববং প্রাথমিক লক্ষ্য। আমরা স্টার্স কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি কিভাবে তাদের সকলকে দ্রুত মাঠে ফিরিয়ে আনা যায়' আরও যোগ করেন তিনি।

করোনাকালে এই প্রথম বিগ ব্যাশে সরাসরিভাবে কোন ম্যাচ স্থগিত হলো। এর আগে সিডনি থান্ডারের স্যাম হোয়াইটম্যান টুর্নামেন্ট শুরুর আগে কয়েকটি ম্যাচ মিস করেছিলেন। কারণ তিনি করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছিলেন।

বৃহস্পতিবারের স্থগিত হওয়া ম্যাচতি দ্রুতই নতুন সূচিতে আয়োজন করা হবে বলে জানিয়েছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ। তবে স্টার্সের সবার পিসিআর টেস্টের ফলাফলের ওপর অনেক কিছু নির্ভর করছে। কারণ ২ ও ৩ জানুয়ারি তাদের ঘরের মাঠে দুটি ম্যাচ রয়েছে।

সর্বশেষ

১৩ আগস্ট, শনিবার, ২০২২

বাংলাদেশের ইনিংস ঘোষণা

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

ডারবানের হয়ে খেলবেন লক্ষ্ণৌয়ের ঘরের ছেলে ডি কক-হোল্ডার

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

সবাই চাচ্ছিলো আমি যেন রান করি: বিজয়

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

পাকিস্তানের বিশ্বকাপ পরিকল্পনায় নেই মালিক, জানিয়ে দিলেন বাবর

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

ওয়ানডেতেও ফিরলেন হেটমায়ার

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

এমআই এমিরেটসের হয়ে খেলবেন পোলার্ড-বোল্টরা

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

মরগানের নেতৃত্বে খেলবেন মাশরাফি

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

পুরস্কারের অর্থ লঙ্কান শিশুদের দান করেছেন কামিন্স-ওয়ার্নাররা

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও হারলো আফগানিস্তান

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

জিম্বাবুয়ে সফরে ভারতকে নেতৃত্ব দেবেন রাহুল

আর্কাইভ

বিজ্ঞাপন