Connect with us

অ্যাশেজ সিরিজ

করোনায় আক্রান্ত ডেভিড বুন


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

আবারও অ্যাশেজ সিরিজে হানা দিল করোনা ভাইরাস। এবার ম্যাচ রেফারি ডেভিড বুন করোনা আক্রান্ত হয়েছেন। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

মেলবোর্নে দশ দিনের কোয়ারেন্টিনে থাকবেন বুন। সঙ্গত কারণেই ৫ জানুয়ারি শুরু হতে যাওয়া সিডনি টেস্টে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন না তিনি। তবে ১৪ জানুয়ারি শুরু হতে যাওয়া হোবার্ট টেস্টে পুনরায় দায়িত্বে ফিরবেন তিনি। সিডনি টেস্টে বুনের জায়গায় দায়িত্ব পালন করবেন স্টিভ বার্নাড।

এক বিবৃতিতে সিএ বলেছে, 'অ্যাশেজ সিরিজে আইসিসির ম্যাচ রেফারি ডেভিড বুন পিসিআর টেস্টে করোনা পজিটিভ হয়েছেন। আইসিসির ম্যাচ রেফারি প্যানেলের আরেক সদস্য স্টিভ বার্নাড তার পরিবর্তে সিডনিতে অনুষ্ঠেয় চতুর্থ ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন।'

'হোবার্টে অনুষ্ঠেয় শেষ টেস্ট ম্যাচে ডেভিড বুন ফিরে আসবেন। তিনি সুস্থ আছেন, ইতোপূর্বে বুস্টার ডোজসহ তিনি ভ্যাকসিন নিয়েছেন। বুন মেলবোর্নেই থাকছেন, তিনি দশ দিনের কোয়ারেন্টিনে থাকবেন।'

এদিকে ক্রিস সিলভারউডও মেলবোর্নে দশ দিনের কোয়ারেন্টিনে থাকবেন। কোভিড আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসায় ইংল্যান্ডের এই কোচকে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। সিডনি টেস্টে দলের সঙ্গে থাকবেন না তিনি।

অ্যাশেজে এর আগেও হানা দিয়েছে করোনা। কয়েকদিন আগে ইংল্যান্ড দলের বেশ কয়েকজন সাপোর্টিং স্টাফ করোনা আক্রান্ত হন। এছাড়া অ্যাডিলেড টেস্টের আগমুহূর্তে করোনা আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসায় দিবা-রাত্রির সেই ম্যাচটি খেলতে পারেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

সর্বশেষ

১৬ মে, সোমবার, ২০২২

সাকিব-নাঈমদের ধৈর্য পরীক্ষা নিচ্ছেন ফারনান্দো

১৫ মে, রবিবার, ২০২২

বল স্টাম্পে লাগলেই আউট চান চাহাল

১৫ মে, রবিবার, ২০২২

এক ম্যাচ পরই মত বদলালেন আইয়ার

১৫ মে, রবিবার, ২০২২

চেন্নাইকে হারিয়ে কলকাতার ফ্লাইট ধরলো গুজরাট

১৫ মে, রবিবার, ২০২২

৫০০ ছাড়িয়ে থামতে চায় শ্রীলঙ্কা

১৫ মে, রবিবার, ২০২২

অনুশীলন ‘না’ করলেও সাকিবের ওপর আস্থা থাকবে, বলছেন হেরাথ

১৫ মে, রবিবার, ২০২২

রশিদদের দাবিয়ে রাখতে পারবেন না: পিটারসেন

১৫ মে, রবিবার, ২০২২

চেষ্টা করেও সাইমন্ডসকে বাঁচাতে পারেননি এক পথচারী

১৫ মে, রবিবার, ২০২২

নেতৃত্ব হার্দিককে আরও বিনয়ী করে তুলছে: শামি

১৫ মে, রবিবার, ২০২২

হাসপাতাল ছেড়ে টিম হোটেলে ফিরলেন পৃথ্বী

আর্কাইভ

বিজ্ঞাপন