যুব এশিয়া কাপ

ভারতের কাছে হেরে বিদায় নিলো বাংলাদেশের যুবারা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:36 বৃহস্পতিবার, 30 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

নেপাল ও কুয়েতের বিপক্ষে দাপট দেখিয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে সেমিফাইনালে ভারতের কাছে ১০৩ রানে হেরে বিদায় নিলো রাকিবুল হাসানের দল।

জয়ের জন্য ২৪৪ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ব্যাটিং ব্যর্থতায় হেরেছে বাংলাদেশের যুবারা। ফাইনালে ওঠার লড়াইয়ে ব্যর্থ দুই ওপেনার মাহফিজুল ইসলাম এবং তাহজিবুল ইসলাম। ব্যাট হাতে দাঁড়াতে পারেনি আইচ মোল্লাহ এবং প্রান্তিক নওরোজ নাবিল।

টপ অর্ডারদের ব্যর্থতার দিনে খানিকটা আশার আলো দেখিয়েছিলেন আরিফুল ইসলাম। তবে জয়ের জন্য যথেষ্ঠ ছিল না। শেষ দিকে তাকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন আশিকুর জামান এবং রাকিবুল। আশার আলো হয়ে থাকা আরিফুল ৪২ রানে আউট হলে ১৪০ রানে অল আউট হয় বাংলাদেশ। তাতে ১০৩ রানে হারে টাইগার যুবারা।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে স্বাচ্ছন্দ্যে খেলতে পারেনি ভারত। টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই কোণঠাসা হয়ে যায় ভারত। প্রথম ১০ ওভারে তারা রান তুলতে পারে কেবল ৩১। প্রথম পাওয়ার প্লেতেই তারা ওপেনার হারনোর সিংকে হারায়। তিনি ১৫ রান করে তানজিম হাসান সাকিবের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন।

পাওয়ার প্লের পর আরেক ওপেনার অংক্রিস রঘুভানসিকে ব্যক্তিগত ১৬ রানে ফিরিয়েছেন নাইমুর রহমান নয়ন। ব্যক্তিগত ৫ রানে নিশাত সিন্ধুকে নিজের শিকার বানিয়েছেন মেহরব। এরপর অধিনায়ক ইয়াশ ধুলকে সঙ্গে নিয়ে ৪১ রানের জুটি গড়েন একপ্রান্ত আগলে রাখা রাশেদ। ইয়াশকে ২৬ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন আরফুল ইসলাম।

রাজ বাওয়াকে ব্যক্তিগত ২৩ রানে ফিরিয়েছেন টাইগার অধিনায়ক রাকিবুল হাসান। এরপর আরও দুই উইকেট নিয়েছেন রাকিবুল। কুশাল তাম্বেকে ৩ ও রাজবর্ধনকে ১৬ রান ফিরিয়েছেন তিনি। আর আরাধ্য যাদব রান আউট হয়েছেন ৮ রানে। শেষ পর্যন্ত রাশেদ ১০৮ বলে ৯১ ও ভিকি ওস্তওয়াল ২৮ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।

সংক্ষিপ্ত স্কোর-

ভারত অনূর্ধ্ব-১৯ দল- ২৪২/৮ (৫০ ওভার) (হারনোর ১৫, রঘুভানসি ১৬, ইয়াশ ২৬, রাশেদ ৯১*, ইয়াশ ২৬, ভিকি ২৮*; রাকিবুল ৩/৪১, সাকিব ১/৫১, নয়ন ১/৩৬)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল - ১৪০/১০ (ওভার ৩৮.২) (আরিফুল ৪২, মাহফিজুল ২৬, রাকিবুল ১৬; রবি ২/২২)