অ্যাশেজ সিরিজ

সিডনি টেস্টে সিলভারউডকে পাচ্ছে না ইংল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:07 বৃহস্পতিবার, 30 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি অ্যাশেজ সিরিজে টানা তিন ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ হাতছাড়া হয়েছে ইংল্যান্ডের। এরই মধ্যে আরেকটি দুঃসংবাদ পেয়েছে ইংলিশরা। আসন্ন সিডনি টেস্টে প্রধান কোচ ক্রিস সিলভারউডকে পাচ্ছে না তারা। আগামী ৫ জানুয়ারি শুরু হবে দুই দলের চতুর্থ টেস্ট ম্যাচটি।

এই ম্যাচে ইংল্যান্ডের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করবেন গ্রাহাম থর্প। করোনায় আক্রান্ত পরিবারের এক সদস্যের সংস্পর্শে আসায় ইংলিশ কোচ সিলভারউডকে ১০ দিনের আইসোলেশনে পাঠানো হয়েছে। এর ফলে মেলবোর্ন থেকে সিডনিতেও যেতে পারবেন না তিনি।

এদিকে মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিন ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টের চারজন করোনায় আক্রান্ত হন। এর ফলে দ্বিতীয়দিনের খেলা শুরু হয়েছিল আধা ঘণ্টা দেরিতে। তারপর বুধবার আরও তিনজনের করোনায় আক্রান্ত হওয়ার খবর আসে।

যদিও ইংল্যান্ড দলের জন্য স্বস্তির খবর কোনো ক্রিকেটার এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হননি। করোনায় আক্রান্ত হওয়াদের মধ্যে তিনজন সাপোর্ট স্টাফ ও চারজন পরিবারের সদস্য রয়েছেন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) আবারও সবার পিসিআর টেস্ট করানো হবে। এরপর শুক্রবার বিশেষ বিমানে সিডনিতে যাবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দল। সিডনি টেস্টের পর হোবার্টে হবে দুই দলের শেষ টেস্ট।

ম্যাচটি হবে দিবা-রাত্রির। এর আগেই আইসোলেশন শেষ হয়ে যাবে সিলভারউডের। এর ফলে হোবার্টে তিনি দলের সঙ্গে যোগ দিতে আশাবাদী।