বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

অবসরের ঘোষণা দিলেন টেলর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:24 বৃহস্পতিবার, 30 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রস টেলর। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলবেন তিনি। এরপর এরপর অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে দিয়ে রঙিন পোশাকও তুলে রাখবেন তিনি।

বয়স এখন ৩৭ ছুঁই ছুঁই। এমন অবস্থায় আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন টেলর। আগামী ১ জানুয়ারি শুরু হবে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্টটি মাঠে গড়াবে ৯ জানুয়ারি।

বাংলাদেশ সিরিজ শেষে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে তিনটি করে ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড। এই সিরিজ দুটি দিয়েই প্যাড জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কিউই এই টপ অর্ডার ব্যাটার।

এক বিবৃতিতে টেলর বলেছেন, 'আজকে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিচ্ছি, এবারের গ্রীষ্ম শেষেই। বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট আর অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে ৬টি ওয়ানডে। ১৭ বছর ধরে অবিশ্বাস্য সমর্থনের জন্য ধন্যবাদ। দেশকে প্রতিনিথিত্ব করতে পারা বড় সম্মানের।'

শেষ সিরিজগুলোতে নিজেকে উজার করে দিতে চান টেলর। তিনি বলেন, 'সব ভালো জিনিসেরই শেষ আছে। বিদায়ের সময়টাও আমার সঠিক বলেই মনে হচ্ছে। আমার পরিবার, বন্ধু ও অন্য যারা আমাকে এই পর্যায়ে আসতে সহায়তা করেছে, সবার প্রতি কৃতজ্ঞতা। মৌসুম শেষে আরও অনেক ধন্যবাদ-কৃতজ্ঞতা ও ফিরে তাকানোর সময় মিলবে। আপাতত আমার সবটা দিয়ে মনোযোগ দিতে চাই এই গ্রীষ্মে এবং পারফর্ম করতে চাই দলের হয়ে।'

এখন পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে ১১০টি টেস্ট, ২৩৩টি ওয়ানডে ও ১০২ টি টি-টোয়েন্টি খেলেছেন টেলর। ওয়ানডেতে ১৯টি সেঞ্চুরি ও ৩৫টি হাফ সেঞ্চুরিতে তিনি রান করেছেন ৭ হাজার ৫৮৫। আর সাদা পোশাকে ২১ সেঞ্চুরি আর ৫১ হাফ সেঞ্চুরিতে টেলরের রান ৮ হাজার ৫৭৬।

এই দুই সংস্করণেই নিউজিল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। টি-টোয়েন্টিতে ৭টি হাফ সেঞ্চুরিতে ১ হাজার ৯০৯ রান করেছেন টেলর। ২০০৬ সালে অভিষেকের পর থেকে তিন সংস্করণেই দাপিয়ে বেড়িয়েছেন টেলর।