বিসিএল

ড্র করেও ফাইনালে সেন্ট্রাল জোন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:01 বুধবার, 29 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) বিসিবি সাউথ জোনের বিপক্ষে ড্র করেছে সেন্ট্রাল জোন। এই ম্যাচের ওপরই অনেকটা নির্ভর ছিল বিসিএলের এবারের আসরে ফাইনালে খেলবে কোন দুই দল।

এই ম্যাচ ড্র হওয়ায় ১২ পয়েন্ট নিয়ে ফাইনালে গেছে সাউথ জোন আর তাদের চেয়ে এক পয়েন্ট কম পেয়ে ফাইনাল নিশ্চিত করেছে সেন্ট্রাল জোন। আগামী ২ জানুয়ারি বিসিএলের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় দিন শেষেই বোঝা যাচ্ছিলো এই ম্যাচটি ড্রয়ের পথে যাচ্ছে। সেন্ট্রালজোনের করা ৪৮১ রানের জবাবে সমানতালে লড়েছে সাউথ জোন। তারা ১০০ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষ করেছিল।

আগের দিন ৩৬ রানে অপরাজিত থাকা জাকির হাসান এদিন সেঞ্চুরি তুলে নিয়েছেন। এই উইকেটরক্ষক ব্যাটার আউট হয়েছেন ১০৯ রান করে। আরেক অপরাজিত ব্যাটার ফরহাদ রেজা কোনো রান না করেই আউট হন এদিন।

এরপর রিশাদ হোসেনের ২১ রানে ভর করে ৪৯৪ রানে থামে সাউথ জোনের ইনিংস। সেন্ট্রাল জোনের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন নাজমুল ইসলাম অপু ও মুকিদুল ইসলাম মুগ্ধ।

হাসান মুরাদ দুটি ও একটি করে উইকেট নেন শুভাগত হোম ও মোহাম্মদ মিঠুন। এরপর সেন্ট্রাল জোন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে।

তারা দলীয় ১৫ রানেই টপ অর্ডারের দুই ব্যাটারকে হারায়। ২ রান করে মিজানুর রহমান ও ৫ রান করে আউট হন মিঠুন। এরপর সৌম্য সরকার ও সালমান হোসেন মিলে বিপর্যয় সামাল দেন।

সালমান ১৭ রান করে ফেরেন আর সৌম্য আউট হয়েছেন ৪৩ রান করে। এরপর তাইবুর রহমান ১৯ ও শুভাগত ১১ রানে অপরাজিত থেকে খেলা শেষ করেন।