যুক্তরাষ্ট্র ক্রিকেট

যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ডের ওয়ানডে সিরিজ বাতিল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:38 বুধবার, 29 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বর্তমান করোনা পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাতিল করা হয়েছে। এই বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে ক্রিকেট ইউএসএ।

মূলত আয়ারল্যান্ড দলের দুই সাপোর্ট স্টাফ ও খেলোয়াড়দের সংস্পর্শে আসা কয়েকজন করোনায় আক্রান্ত হওয়ার ফলে সিরিজটি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

যদিও দুই দলের সব ক্রিকেটারের করোনা পরীক্ষার ফলাফল নেগিটিভ এসেছে। দুই দলের টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হয়েছিল ফ্লোরিডায়। সেই সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। 

সিরিজের প্রথম টি-টোয়েন্টি আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে দিয়ে প্রথম কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে জয় তুলে নেয়ার কীর্তি গড়েছিল দেশটি।

এই সিরিজটি যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি কারণে বেশ তাৎপর্যপূর্ণ। কারণ এবারই নিজেদের মাটিতে আইসিসির টেস্ট খেলুড়ে কোনো দলকে তারা আতিথ্য দিয়েছিল।

যুক্তরাষ্ট্র সফর মাঝ পথে বাতিল হলেও কদিন পরেই ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে আইরিশরা। সেই সিরিজে অংশ নিতে শুক্রবারই কিংস্টনে উড়ে যাচ্ছে আয়ারল্যান্ড দল।