বিপিএল

বাকপ্রতিবন্ধী আকসারের দায়িত্ব নিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:51 বুধবার, 29 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

মুখে কথা বলতে পারেন না, তবে বল হাতে বাইশ গজে গতির ঝড় তুলতে পারেন আকসার আহমেদ। কদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা গণমাধ্যমে ভাইরাল হয় তরুণ এই পেসার। একাত্তর ক্রিকেট একাডেমিতে কোচিং করা আকসারের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। আগামী এক বছর তার যাবতীয় খরচ বহন করবে চট্টগ্রাম এবং আখতার গ্রুপ। সেই সঙ্গে বিপিএল চলাকালীন দলের সঙ্গে রাখা হবে সিলেটের এই পেসারকে।

মুখে কথা বলতে না পারলেও সতীর্থদের ইশারা ইঙ্গিতে প্রায় সবই বোঝাতে পারেন আকসার। ১৩৮ কি.মি গতিবেগে বল করার সঙ্গে ইনসুইং, আউটসুইং দিয়ে ব্যাটারকে পরাস্ত করতে বেশ পটু তিনি। স্ট্রেট আর্মে বল করার দক্ষতাও রয়েছে তার। 

আকসারের প্রতি ১০ বলের তথ্য নিয়ে দেখা গেছে ৫টি বল ব্যাটেই লাগাতে পারছেন না ব্যাটার। তিনটি বল খেলতে গিয়ে রক্ষণাত্মক কৌশলে ব্যাটিং করতে হচ্ছে ব্যাটারকে। বাকি দুই বলে কখনও স্টাম্প উপড়ে ফেলছেন নয়তো ব্যাটারকে লেগ বিফোরের ফাঁদে ফেলছেন।

৬ ফিট ১০ ইঞ্চির উচ্চতার এই পেসার ইনসুইং, আউটসুইং, অফ কাটার, লেগ কাটার, ইয়র্কার সবই করতে পারেন। তবে তার সবচেয়ে শক্তির জায়গা আউটসুইং। এদিকে বিপিএলের এবারের আসরে চট্টগ্রামের বোলিং কোচ হয়ে আসছেন শন টেইট।

বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সাবেক এই পেসারের কাছে থেকে হয়তো টোটকা নিয়ে আরও নিজের বোলিংয়ে আরও খানিকটা ধার যোগ করতে পারবেন আকসার। দলের সঙ্গে থাকায় চট্টগ্রামের নেট বোলিংয়ে দেখা যাবে পারে আকসারের গতির ঝড়।