বিপিএল

চট্টগ্রামের বোলিং কোচের দায়িত্বে শন টেইট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:28 বুধবার, 29 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী ২১ জানুয়ারি পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরের। এরই মধ্যে গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। সেখান থেকে তারকা দেশি ও বিদেশি ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দল সাজিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এবার তারা বোলিং কোচ হিসেবে শন টেইটকে নিয়োগ দিয়েছে। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে দলটি বিষয়টি নিশ্চিত করেছে।

কদিন আগেই টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের পেস বোলিং কোচের দায়িত্ব সামলেছেন সাবেক এই অজি পেসার। এদিকে বিপিএলের সপ্তম আসরে চট্টগ্রামের দলটির প্রধান কোচ হিসেবে ছিলেন পল নিক্সন।

এবারও তারা দলটির দায়িত্বে থাকছেন। দেশি ক্রিকেটারদের মধ্যে হালের আফিফ হোসেন ধ্রুব, শামীম পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ ও রেজাউর রহমান রাজার মতো ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে।

এর মধ্যে নাসুমকে ড্রাফটের আগেই তারা দলে নিয়ে চমকে দিয়েছে। বিদেশি ক্রিকেটার হিসেবে দলটিতে আছেন বেনি হাওয়েল, কেনার লুইস ও চ্যাডউইক ওয়ালটন।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড-

দেশি: নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রেজাউর রহমান রাজা, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী ও নাঈম ইসলাম।

বিদেশি: বেনি হাওয়েল (ইংল্যান্ড), কেনার লুইস (ওয়েস্ট ইন্ডিজ), উইল জ্যাকস (ইংল্যান্ড), চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ) ও রায়াদ এমরিট (ওয়েস্ট ইন্ডিজ)।