দক্ষিণ আফ্রিকা- ভারত সিরিজ

প্রোটিয়াদের ৩৫০-৪০০ রানের লক্ষ্য দিতে চায় ভারত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:36 বুধবার, 29 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে ৩২৭ রানে অলআউট হওয়ার পর স্বাগতিকদের প্রথম ইনিংসে ১৯৭ রানে আটকে রাখে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা ভারত ম্যাচের তৃতীয় দিন শেষে ১৪৬ রানের লিড পেয়েছে। প্রোটিয়াদের সামনে কমপক্ষে ৩৫০ থেকে ৪০০ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে চান মোহাম্মদ শামি।

দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরু থেকেই আসা যাওয়ায় ব্যস্ত ছিলেন স্বাগতিক ব্যাটাররা। শামি, জসপ্রিত বুমরাহ, শার্দুল ঠাকুর ও মোহাম্মদ সিরাজের আক্রমণ পুরো ইনিংস জুড়েই অব্যাহত ছিল। প্রোটিয়াদের ইনিংসে হাফ সেঞ্চুরি ছুঁতে পেরেছেন কেবল টেম্বা বাভুমা (৫২)। এছাড়া কুইন্টন ডি কক ৩৪ ও রাবাদার ব্যাটে আসে ২৫ রান।

ভারতের হয়ে একাই পাঁচ উইকেট নেন শামি। দুটি করে উইকেট নেন বুমরাহ ও শার্দুল। একটি উইকেট নেন সিরাজ। এমন পারফরম্যান্স জয়ের স্বপ্ন দেখাচ্ছে শামিকে। প্রোটিয়াদের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়ে আবারও অলআউট করার পরিকল্পনা করছেন তিনি।

ম্যাচের তৃতীয় দিন শেষে শামি বলেন, '১৪৬ রানের লিড ঠিক আছে। এখনো দুই দিন বাকি। কাল বেশীরভাগ সময় আমাদের ব্যাটিং করতে হবে। আমরা যদি দ্বিতীয় ইনিংসে ২৫০ রান করতে পারি তাহলে লিড হয় চারশ'র কাছাকাছি।

'তখন তাদের আমরা চার সেশন বা এর কিছুটা বেশি দিতে পারব। এটা অধিনায়কের ওপর নির্ভর করছে। তবে ম্যাচ জিততে ৩৫০-৪০০ রান অবশ্যই লাগবে।'

দারুণ পারফর্ম করা ভারতীয় পেসারদের প্রশংসাও করেন শামি। এই পেসারদের পারফরম্যান্সই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতিয়েছে ভারতকে। কারো নাম উল্লেখ না করলেও শেষ ৬-৭ বছরে পেসারদের শ্রমের কথা উল্লেখ করেন শামি।

'ভারতের পেস বোলিং লাইনআপ অনেক দারুণ কেননা সবাই অনেক কষ্ট করেছে। তারা সবাই যার যার পরিচয় তৈরি করেছে। শেষ ৬-৭ বছরে তারা অনেক পরিশ্রম করেছে। তারা নিজ যোগ্যতায় এখানে এসেছে।'