'এ' দলের কার্যক্রম

'এ' দল সক্রিয় করার আশ্বাস দিলেন জালাল ইউনুস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:44 মঙ্গলবার, 28 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অনেকিদিন ধরে বাংলাদেশ 'এ' দলের কার্যক্রম নিষ্ক্রিয়। গত ৩ বছর ধরে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি 'এ' দল। এমনকি এই দলের সম্ভাব্য ক্রিকেটারদের কোনো ক্যাম্পও আয়োজন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যদিও এই নিষ্ক্রিয়তা কাটানোর আশ্বাস দিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির নতুন চেয়ারম্যান জালাল ইউনুস। নতুন কমিটির দায়িত্ব পাওয়ার পর নিজের প্রথম কর্মদিবসে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা জানিয়েছেন তিনি।

জালাল ইউনুস বলেন, ‘এ দলের যে কার্যক্রম তা একটু থমকে আছে, কারণ করোনা মহামারি। আগের ক্রিকেট পরিচালনা বিভাগ অনেক চেষ্টা করেছে, অনেক দেশের সঙ্গে যোগাযোগ করেছিল। হয়তো তারা সূচি দিয়েছিল, কিন্তু পরে আবার তারা বাতিলও করে দিচ্ছিল। এখানে এসে প্রথম দিনই আমি কিছু ফাইল দেখেছি, কিছু কাগজ দেখেছি যে এ দলের কোনো সিরিজ আয়োজন করা যায় কি না, সেটা দেশে কিংবা বাইরে।’

এরই মধ্যে একটি দেশের সঙ্গে বাংলাদেশ 'এ' দলের সিরিজের পরিকল্পনা চলছে বলেও জানিয়েছেন তিনি। সিরিজটি আগামী বছর অথবা ২০২৩ সালে আয়োজন হতে পারে বলে নিশ্চিত করেছন তিনি।

বিসিবির এই কর্মকর্তা বলেন, ‘এরকম একটা সুযোগ আছে, যেমন একটা দেশের সঙ্গে... আমি এখনই নাম বলছি না, তাদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করব যাতে ২০২২ না হলেও ২০২৩ সালে সিরিজ আয়োজন করতে পারি। যেসব দেশে আমাদের ট্যুর হচ্ছে না সে জায়গায় গিয়ে আমাদের ট্যুর করার চেষ্টা করব।‘

'এ' দলের কার্যক্রমের সঙ্গে জাতীয় দলের ছায়া দল হিসেবে বাংলা টাইগার্সের সঙ্গে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন জালাল ইউনুস। এর ফলে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররাও বিসিবির কার্যক্রমের অংশ হবেন। সেখানে পারফর্ম করে জাতীয় দলেও ফিরতে পারবেন।

এমন আভাস দিয়ে জালাল ইউনুস বলেন, 'বাংলাদেশ টাইগার্স আছে, তাদের সঙ্গে সমন্বয় করেও যদি কোনো ট্যুর করতে পারি। এখানে 'এ' দলের খেলোয়াড় থাকতে পারে, একাডেমির খেলোয়াড় থাকতে পারে, হাই পারফরম্যান্সের কোনো খেলোয়াড়ও থাকলে থাকতে পারে, তাতে আমার কোনো আপত্তি নেই।’