বিসিএল

আবারও অমিত-হৃদয়ের জোড়া সেঞ্চুরি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:00 মঙ্গলবার, 28 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চট্রগ্রামে প্রথম ইনিংসে ৪৮১ রানের বড় সংগ্রহ গড়েছিল ওয়ালটন সেন্ট্রাল জোন। এবার অমিত হাসান-তৌহিদ হৃদয়ের জোড়া সেঞ্চুরিতে ভালোই জবাব দিচ্ছে বিসিবি সাউথ জোন। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ পাঁচ উইকেট হারিয়ে ৩৮১ রান।

আগের দিনের এক উইকেটে ৯২ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল সাউথ জোন। সকালে ব্যাটিংয়ে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি পিনাক ঘোষ। এই ওপেনার ফিরেছেন ৭৪ রান করে।

এরপর তৃতীয় উইকেটে হৃদয়কে সঙ্গে নিয়ে ১১১ রানের জুটি গড়েন অমিত। তাদের দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে হাঁটছে দল। এদিন টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়েছেন অমিত হাসান। ১১৭ রান করা এই টপ অর্ডার ব্যাটারকে ফিরিয়েছেন নাজমুল ইসলাম অপু।

অমিতের বিদায়ের পর আর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি এই ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান হৃদয়। তিনি ফিরেছেন ১২২ রান করে। তারও এটি টানা দ্বিতীয় সেঞ্চুরি। আগের রাউন্ডে তিনি ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। পরপর দুই বলে দুই ইনফর্ম ব্যাটারকে হারিয়ে কিছুটা ব্যাকফুটে ছিল দল।

পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে দলকে পথ হারাতে দেননি জাকির হাসান। এই উইকেটরক্ষক ব্যাটার বাকিটা সময় এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন। দিনের শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ৭২ বলে ৩৬ রান করে।

শেষ দিকে নাহিদুল ১৮ রান করে সাজ ঘরে ফিরে গেলে ৫ উইকেট হারিয়ে ৩৮১ রান তুলেছে সাউথ জোন। সেন্ট্রাল জোনের হয়ে ৮১ রানে দুই উইকেট শিকার করেছেন হাসান মুরাদ। আর বাকি দুই উইকেটে গেছে অপুর ঝুলিতে। পাঁচ  উইকেট হাতে নিয়ে প্রথম ইনিংসে এখনও ১০০ রানে পিছিয়ে আছে সাউথ জোন।

সংক্ষিপ্ত স্কোর: (তৃতীয় দিন)

সেন্ট্রাল জোন - ৪৮১/১০ (ওভার ১৪৭.৫)

(শুভাগত ১৫২, সৌম্য ১৫০; রিশাদ ৫/১২৯, নাসুম ২/১৪১)

সাউথ জোন - ৩৮১/৫ (ওভার ১২০)

(অমিত ১১৭, হৃদয় ১২২; মুরাদ ২/৮১, অপু ২/৮৯)