বিসিএল

সানজামুলের ৮ উইকেটে ৩ দিনেই জিতলো নর্থ জোন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:33 মঙ্গলবার, 28 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে দুই দিন হাতে রেখেই ইসলামী ব্যাংক ইস্ট জোনকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে বিসিবি নর্থ জোন। ১১১ রানের লক্ষ্য তারা ২৮ ওভারেই পেরিয়ে গেছে মাত ৪ উইকেট হারিয়ে।

প্রথম ইনিংসে ১৬৬ রানে অল আউট হয়ে যাওয়া ইস্ট জোনকে দ্বিতীয় ইনিংসেও নাগালের মধ্যে রেখেছেন নর্থ জোনের বোলাররা। বিশেষ করে সানজামুল ইসলাম একাই ৮ উইকেট নিয়ে ইস্ট জোনকে ধসিয়ে দিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ইস্ট জোনের সংগ্রহ থেমেছে ২৫৪ রানে।

আগের দিনের অপরাজিত ব্যাটার মোহাম্মদ আশরাফুল দিনের চতুর্থ ওভারেই ফিরে যান শফিকুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি ইমরুল কায়েসও। তাকে নিজের শিকার বানান সানজামুল।

এরপর দারুণ খেলতে থাকা শামসুর রহমান ৩৮ বলে ১৮ রান করে বাজে শটে উইকেট বিলিয়ে দেন। তিনি স্টাম্পড হন সানজামুলের ঘূর্ণিতে। এরপর আফিফ হোসেন ওয়ানডে গতিতে ৩৮ বলে ৩৫ রান করে ফিরে যান। শাহাদাত হোসেন আউট হয়েছেন ২৭ রান করে।

১৩২ রানের মধ্যে তারা ৫ উইকেট হারিয়ে ফেলেছিল। এরপর মাহমুদুল হাসান জয়কে ফিরিয়ে ৫ উইকেটের মাইলফলকে পৌঁছান সানজামুল। এরপর তার বলেই ৩৩ রান করে আউট হয়ে যান উইকেটরক্ষক ব্যাটার প্রীতম হাসান।

শেষদিকে নাইম হাসানের ৪৫ ও তানবির হায়দারের অপরাজিত ৩০ রানে ভর করে ২৫৪ রান সংগ্রহ করতে পারে ইস্ট জোন। নর্থ জোনের হয়ে সানজামুল ৯৮ রান খরচায় ৮ উইকেট নেন। আর ইস্ট জোনের ইনিংসের বাকি দুই উইকেট পেয়েছেন শফিকুল।

ছোটো লক্ষ্য তাড়া করতে নেমে নর্থ জোনের শুরুটা ভালো হয়নি। শুরুতে আগ্রাসী ব্যাটিং করে মাত্র ১৭ বলে ১৯ রান করে ফিরে যান তানজিদ হাসান তামিম। এরপর তানবির হায়দার ৭ রান করে ফিরে গেলে চাপে পড়ে নর্থ জোন। যদিও তৃতীয় উইকেটে জুনায়েদ সিদ্দিকি ও নাঈম ইসলাম দারুণ এক জুটি গড়ে নর্থ জোনকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান।

শেষ দিকে জুনায়েদ ৩৮ রান ও নাইম ২৮ রান করে ফিরে গেলেও বাকি সময়টা দেখে শুনে খেলে জয় নিশ্চিত করেন অধিনায়ক মার্শাল আইয়ুব ও মাহিদুল ইসলাম অঙ্কন। মার্শাল অপরাজিত থাকেন ১২ রান করে। আর অঙ্কন মাঠ ছেড়েছেন ৫ রান নিয়ে।