অবসর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মেন্ডিস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:04 মঙ্গলবার, 28 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লঙ্কান অলরাউন্ডার জীবন মেন্ডিস। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) একটি টুইটে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানান তিনি।

শ্রীলঙ্কার হয়ে তিনি ৫৮টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। দুই ফরম্যাটে যথাক্রমে ৬৩৬ ও ১০৭ রান করেছেন তিনি।

লেগ ব্রেক বোলিংয়েও দলের জন্য অবদান রেখেছেন তিনি। বল হতে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ৪৯ ও ১৪টি উইকেট নিয়েছেন তিনি।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলার সুবাদে বেশ পরিচিত ছিলেন তিনি। বাংলাদেশের ঢাকা ডিভিশন, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও সিলেট সিক্সার্সের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

বিদায় বেলায় মেন্ডিস লিখেছেন, 'শ্রীলঙ্কার ক্রিকেটের সঙ্গে এটা দারুণ একটি যাত্রা ছিল। ২০১০ থেকে দলটির হয়ে খেলতে পেরে আমি গর্বিত। এখান থেকে আমি অনেক কিছু শিখেছি এবং এই যাত্রায় অনেক সুখকর মুহূর্ত পেয়েছি। আমি আমার সকল কোচ ও টিম ম্যাটদের ধন্যবাদ জানাতে চাই। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।'

মেন্ডিস ২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছেন শ্রীলঙ্কার হয়ে। আর ২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছিলেন।