আইপিএল

আবারও চেন্নাইয়ের হয়ে খেলতে চান রাইডু

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:27 মঙ্গলবার, 28 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

২০১৯ বিশ্বকাপে ভারতের স্কোয়াডে জায়গা না পেয়ে সব ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন আম্বাতি রাইডু। যদিও দুই মাস পরেই নিজের সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। এরপর আইপিএলে নিয়মিতই খেলে চলেছেন এই টপ অর্ডার ব্যাটার।

আরও তিন বছর খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী রাইডু। বিজয় হাজারে ট্রফিতে তাকে অন্ধ্রপ্রদেশের হয়ে খেলতে দেখা গেছে। ভারতীয় এই ব্যাটার জানিয়েছেন তার বর্তমান মনোযোগ আইপিএলের দিকে। আগামী আসরের জন্যই তিনি প্রস্তুতি নিচ্ছেন।

নিজের প্রস্তুতির কথা জানিয়ে রাইডু বলেছেন, 'যতদিন আমি ফর্মে আছি এবং ফিট আছি, আমি খেলতে চাই। আমি তিন বছরের পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি আমার ফিটনেস নিয়ে খুব পরিশ্রম করছি। আমি সম্প্রতি বিজয় হাজারে ট্রফি খেলেছি যেখানে আমি ছয় দিনে পাঁচটি ওয়ানডে খেলেছি।'

২০১৯ বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার আক্ষেপ এখনও পোড়াচ্ছে রাইডুকে। তিনি বলেন, 'আমি ফিট আছি এবং আশা করি আগামী তিন বছর এভাবেই থাকব। ২০১৯ বিশ্বকাপের দলে না থাকাটা হতাশাজনক ছিল। আমার প্রত্যাবর্তন চেন্নাই সুপার কিংসকে উত্সর্গ করা হয়েছিল এবং সেই সময়কালে তারা আমাকে যেভাবে সাহায্য করেছিল তার জন্য আমি কৃতজ্ঞ থাকবো।'

আইপিএলের গত কয়েক আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেললেও আগামী আসরের জন্য তাকে রিটেইন করেনি ফ্যাঞ্চাইজিটি। তবুও রাইডু আশাবাদী আইপিএলের নিলাম থেকে তাকে আবারও দলে ভেড়াবে চেন্নাই। দলটির প্রতি কৃতজ্ঞ তিনি।

রাইডু বলেন, 'ধোনি ভাই আমার মধ্যে থেকে সেরাটা বের করে এনেছেন। শুধু আমি নই প্রত্যেকের ওপরই তার প্রভাব রয়েছে এবং এর ফলে সবাই দলের জন্য পারফরম্যান্স করতে পেরেছে। এর জন্যই তিনি ভারতের সর্বকালের সেরা অধিনায়ক। আমি সবসময় চেন্নাইয়ের হয়ে খেলতে ভালোবাসি। এখনও আমার সঙ্গে তাদের আনুষ্ঠানিক কোনো কথা হয়নি। আশা করছি আবারও তারা আমাকে নেবে এবং একটি সফল আইপিএল মৌসুম যাবে।'