নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজ

নতুন বলে সাফল্য পেয়ে উচ্ছ্বসিত রাহী

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:13 মঙ্গলবার, 28 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বৃষ্টিবিঘ্নিত দুই দিনের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের পেসাররা। বিশেষ করে নতুন বলে দারুণ সফল আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদরা। মূল সিরিজ শুরুর আগে এমন পারফরম্যান্স স্বপ্ন দেখাচ্ছে টাইগার পেসারদের।

এদিন কিউই শিবিরে প্রথম আঘাত হানেন রাহী। দলীয় ৮ রানে ওপেনার লুকে জর্জেসনকে (৬) ফেরান তিনি। এর এক বল পরেই এই ম্যাচের অধিনায়ক ডেভন কনওয়েকে সুইংয়ে পরাস্ত করেন রাহী। নিউজিল্যান্ড একাদশের অধিনায়ক ফেরেন শুন্য রানে।

কনওয়ে ফিরে যাওয়ার পরের ওভারেই তাসকিন আহমেদের গতির কাছে হার মানেন জ্যাকব কামিং। নিউজিল্যান্ড একাদশের তখন ৮ রানে তিন উইকেট নেই। এরপর জ্যাক বয়লি ও মিচ রেনউইক প্রতিরোধ গড়ে তুলতে চাইলেও যথাক্রমে ২০ ও ১৮ রানে বিদায় নেন তারা।

তাদের উইকেটও ভাগাভাগি করেন রাহী-তাসকিন জুটি। মাত্র ৬২ রানের মাঝেই পাঁচ উইকেট হারায় নিউজিল্যান্ড একাদশ। দিনশেষে করে পাঁচ উইকেটে ৭১ রান।

এমন পারফরম্যান্সের পর বিসিবি প্রকাশিত ভিডিও বার্তায় রাহী বলেন, 'প্র্যাকটিস সেশন আমরা যতখানি পেয়েছি ততটুকুই কাজে লাগানোর চেষ্টা করেছি। আজকে যেই বোলিং কন্ডিশন ছিল, নিউজিল্যান্ডের যেই বোলিং কন্ডিশন ছিল সেখানে বোলিং করতে পেরেছি। অনেকদিন পর আমরা একটা ম্যাচ খেলতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক ভাল হয়েছে।

'আজকের ম্যাচটায় বৃষ্টি আসছিল, যাচ্ছিল, কিন্তু আমরা বোলাররা অনেক ভালো করেছি। আমরা ভালভাবে কামব্যাক করেছি। সবচেয়ে ভাল কথা হল, আমরা অনেকদিন পর আমারা বোলাররা নতুন বলে ভালো জায়গায় বোলিং করতে পেরেছি। সবমিলিয়ে আমরা পেস বোলাররা ভালো জায়গায় বোলিং করেছি।'

আগামী পহেলা জানুয়ারি সিরিজের প্রথম টেস্টে মাউন্ট মঙ্গানুইতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৯ ডিসেম্বর, ভেন্যু ক্রাইস্টচার্চ।