ভারতীয় ক্রিকেট

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে সৌরভ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:30 মঙ্গলবার, 28 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সৌরভ গাঙ্গুলি। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতিকে গত সোমবার (২৭ ডিসেম্বর) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমনটা নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম পিটিআই।

দুই দিন একটানা জ্বর ছিল সৌরভের। সঙ্গে সর্দিতেও ভুগেছেন তিনি। এরপর পরীক্ষা করলে জানা যায়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। নিশ্চিত হওয়ার জন্য আরেকবার পরীক্ষা করান তিনি। ফল বদলায়নি তাতে।

বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে পিটিআই বলেছে, 'করোনা আক্রান্ত হওয়ায় বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।'

শারীরিক অবস্থা অবশ্য তেমন খারাপ নয় সৌরভের। তবুও কোনও প্রকার ঝুঁকি নিতে রাজি নয় তার পরিবার। আর তাই হাসপাতালে নেয়া হয়েছে তাকে। সৌরভের স্ত্রী ও কন্যা দুজনই কোভিড নেগেটিভ হয়েছেন।

সেই কর্মকর্তা আরও বলেন, 'গত রাতে উডল্যান্ড নার্সিং হোমে নেয়া হয়েছে সৌরভকে। তাকে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি বর্তমানে স্বাভাবিক আছেন। তার পরিবারের বাকি সদস্যরা করোনা নেগেটিভ।'

চলতি বছরের শুরুতে বুকে ব্যথা নিয়ে হাসপাতাতে ভর্তি হয়েছিলেন সৌরভ। এ কারণেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবশ্য এবারই প্রথমবার করোনা আক্রান্ত হয়েছেন তিনি।