বিপিএল

ঢাকার মালিকানা বদল নিয়ে ধোঁয়াশা দূর করলো বিসিবি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:18 সোমবার, 27 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আনুষ্ঠানিক ছয় দলের নাম প্রকাশের পর জানা গিয়েছিল ঢাকার ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় রয়েছে রূপা ফ্রেব্রিকস লিমিটেড ও মার্ন স্টিল লিমিটেড। যদিও ড্রাফটের আগের দিনও তারা আর্থিক শর্ত পূরণ করতে পারেনি।

এর ফলে প্রাথমিকভাবে দলটি চালানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেরাই। সেই পরিকল্পনাতেই ড্রাফটের কয়েক ঘণ্টা আগে মাহমুদউল্লাহ রিয়াদকে দলে ভেড়ায় তারা। এরপর ড্রাফটেও তারা চমক দেখিয়েছে। একে একে দলে নিয়েছে তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজাকে।

ড্রাফট শেষে দলটি নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন বিপিএলের গর্ভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। আপাতত বিসিবি দলটির পরিচালনার দায়িত্বে থাকলেও বিপিএল শুরুর আগে ঢাকা দলের জন্য স্পন্সর প্রতিষ্ঠান বা মালিকানার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, 'আমরা সংক্ষিপ্ত তালিকা করে যে ৬টি প্রতিষ্ঠানকে নেই। ৫ জনই নির্ধারিত সময়ে টাকা জমা দিয়েছে, একজন জমা দিতে পারেনি। আগে যারা দল নিতে চেয়েছিল, গতকাল রাতেও তাদের একজন আগ্রহী ছিল। আমরা চিন্তা করেছি, বোর্ড আগে দলটা তৈরি করে ফেলুক। তৈরি করার পর স্পন্সরশিপ ব্যানারে হোক বা মালিকানা হোক, এটা আমরা দিয়ে দেব।'

বিপিএলের দল বাছাইয়ে বেশ সময় নিয়েই সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। এরপরও ড্রাফটের আগে একটি ফ্র্যাঞ্চাইজি না থাকায় বিতর্কের তৈরি হয়েছে। ইসলমাইল হায়দার মল্লিক অবশ্য মনে করেন তারা যেভাবে দলটিকে গুছিয়েছেন তা প্রশংসার যোগ্য।

তিনি বলেন, 'যাচাই-বাছাই করে দিচ্ছি বলেই তো উনাদের বাদ দিয়ে দিলাম। এটা তো একটা দিক থেকে প্রশংসা পাওয়ার যোগ্য যে, বোর্ড শুধু টাকার জন্য দল দিয়ে দেয়নি। আমাদের হাতে স্পন্সর আছে, সত্ত্বাধিকারী আছে। দল যে খারাপ হয়েছে, তা কিন্তু নয়। সেরা দলগুলির একটি হয়েছে। আমাদের বোর্ড সভাপতি গত রাতেই নির্দেশনা দিয়েছেন, সেভাবেই সবকিছু প্রস্তুত আছে।'

যেকোনো সময় যেকোনো দলের মালিকানা বাতিল হতে পারে বলেও জানিয়েছেন বিসিবির এই কর্মকর্তা। অন্য ফ্র্যাঞ্চাইজিদেরও নিয়ম-কানুনের বিষয়ে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, 'যে কোনো সময়ই হতে পারে (মালিকানা বাতিল)। টুর্নামেন্ট চলার সময়ও যদি দেখি যে কোনো ফ্র্যাঞ্চাইজি সত্ত্বাধিকারী বা স্পন্সর আমাদের নিয়ম-কানুন ভেঙেছে, তাদেরকে আমরা বাদ দিতে পারি। যে কোনো সময়ই হতে পারে।'