বিপিএল

ইমরুল অধিনায়ক কিনা, অপেক্ষায় রাখলো কুমিল্লা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:34 সোমবার, 27 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের জন্য শক্তিশালী দল গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ড্রাফটের আগেই তারা মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল। বিদেশি ক্রিকেটার হিসেবে তারা চুক্তি করেছিল ফাফ ডু প্লেসি, মইন আলী ও সুনীল নারিনের সঙ্গে।

প্লেয়ার্স ড্রাফটে নিজেদের প্রথম ডাকাই তারা উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসকে দলে নিয়েছে। প্রথম সেটের দ্বিতীয় ডাকে তারা দলে নেয় পেসার শহিদুল ইসলামকে। দ্বিতীয় সেটে নিজেদের প্রথম ডাকে তারা দলে নিয়েছে ইমরুল কায়েসকে।

কুমিল্লার হয়ে এর আগেও খেলেছেন ইমরুল। ২০১৯ সালের বিপিএলে দলটির অধিনায়ক হিসেবে শিরোপাও এনে দিয়েছিলেন তিনি। এবারের আসরেও দলটির অধিনায়কত্বের অন্যতম দাবিদার জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনার। কুমিল্লার কর্ণধার নাফিসা কামাল জানিয়েছেন দেশিদের মধ্যেই কাউকে দেয়া হবে অধিনায়কত্ব।

ইমরুল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে নাফিসা বলেন, 'এখন বললে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেশি কেউই অধিনায়ক হবে এটা নিশ্চিত। কে অধিনায়কত্ব পাবে সেটা এখনই বলা যাবে না।'

এদিকে আফ্রিকায় করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়েছে। এর ফলে আফ্রিকার দেশগুলোর সঙ্গে অনেক দেশেরই বিমান যোগাযোগ বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে ডু প্লেসি কিভাবে দলটির সঙ্গে যোগ দেবেন সেটা নিয়ে খোলাসা করেছেন নাফিসা।

তিনি বলেন, 'আমরা সবগুলো ধাপ অনুসরণ করেই তাকে নিয়ে আসবো। তার ট্রানজিট পয়েন্ট কোথায় হবে, সে ট্রানজিটে কয়দিন থাকবে এবং বাংলাদেশে এসে কয়দিন কোয়ারেন্টাইনে থাকবে সব নিয়ম মেনেই সে প্রথম ম্যাচ থেকেই খেলবে।'

ড্রাফট থেকে বিদেশি ক্রিকেটারদের মধ্যে শ্রীলঙ্কার কুশন মেন্ডিস ও ক্যারিবীয় পেসার ওশানে থমাসকে দলে ভিড়িয়েছে কুমিল্লা। দলটির হয়ে এবারের বিপিএল মাতাবেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের দুই পরীক্ষিত অলরাউন্ডার আরফুল হক ও নাহিদুল ইসলাম।

তরুণ ক্রিকেটারদের মধ্যে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী মাহমুদুল হাসান জয় ও ওপেনার পারভেজ হোসেন ইমনকে দলে ভিড়িয়েছে কুমিল্লা। এ ছাড়া টেস্ট অধিনায়ক মুমিনুল হককেও দলে টেনেছে তারা। পেস আক্রমণে থাকছেন আবু হায়দার রনি ও সুমন খানের মতো ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মাররা।