বিপিএল

সম্পর্ক খারাপ হলে তো ড্রাফটে আসতাম না: তামিম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:05 সোমবার, 27 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শর্ত পূরণ করতে না পারায় ড্রাফটের আগেরদিন বাতিল হয় ঢাকার ফ্র্যাঞ্চাইজি। এরপর ঢাকার দলটি পরিচালনার ভার নেয় বিসিবি। এরপর তারা নিয়ম মেনেই ড্রাফটের বাইরে থেকে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে নেয়।

ড্রাফটেও দলটি চমক দেখিয়েছে। সেখান থেকে তারা দলে ভিড়িয়েছে তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজাকে। এর ফলে আবারও একই দলের হয়ে খেলতে দেখা যাবে মাহমুদউল্লাহ, তামিম ও মাশরাফিকে। ড্রাফট চলাকালেই দলটর টেবিলে যোগ দেন তামিম। দলের ক্রিকেটার নেয়ার ব্যাপারেও পরামর্শ দিতে দেখা যায় তাকে।

গত বেশ কিছুদিন ধরেই তামিম-মাহমুদউল্লাহর সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন ছিল। যদিও ড্রাফট শেষে দুজনই সেই গুঞ্জনের ব্যাপার উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, মাহমুদউল্লাহর সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই। দলটির অধিনায়ক হিসেবেও এই সতীর্থকেই চান তামিম।

তিনি বলেন, 'দেখুন যদি ব্যাপারটা এমন হতো তাহলে ছোটো একটা গল্প বলি, তাহলে উত্তর পেয়ে যাবেন। আমি তো আসলে পিকড (দলে নেওয়া হয়েছে) হয়েছি ড্রাফটে। রিয়াদ ভাই আইকন হিসেবে দলে পিকড হয়েছে। আমাকে দলে নেওয়ার পর রিয়াদ ভাই ফোন দিয়ে বলল- ‘তুই একটু তাড়াতাড়ি আয়’। আমাদের মধ্যে যদি সম্পর্ক এতই খারাপ হতো তাহলে তো আমি এখানে আসতাম না, তাই না? (হাসি)।'

তামিম, মাহমুদউল্লাহ ও মাশরাফি তিনজনই বাংলাদেশ দলের হয়ে লম্বা সময় খেলেছেন। মাশরাফি বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক। আর তামিম বাংলাদেশের বর্তমান ওয়ানডে অধিনায়ক। টি-টোয়েন্টির নেতৃত্বভার পালন করছেন মাহমুদউল্লাহ। ঢাকার অধিনায়কত্ব পাওয়ার লড়াইয়ে আছেন তিনজনই। তামিম অবশ্য এগিয়ে রাখছেন মাহমুদউল্লাহকেই।

তিনি বলেন, 'ভাই এখানে কোনো প্রশ্নই (অধিনায়কত্ব নিয়ে) আসার কথা না। জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক রিয়াদ ভাই এবং তিনিই দলকে নেতৃত্ব দিবেন। আমাদের কাজ হলো উনাকে যতটুকু সম্ভব হেল্প করা, এরচেয়ে বেশি কিছু না।'

মাহমুদউল্লাহ-মাশরাফির সঙ্গে আবারও খেলতে পারে উচ্ছ্বসিত তামিম বলেন, 'আমি, রিয়াদ ভাই, মাশরাফি ভাই- এক দলে খেলব, ব্যাপারটা খুবই রোমাঞ্চকর আমার কাছে। আমি নিশ্চিত দর্শকদের জন্যও এটি বড় জিনিস হবে। তবে দিনশেষে আমরা টুর্নামেন্টে ভালো করতে চাই। ড্রাফট যেভাবে হয়েছে তা নিয়ে আমরা খুশি, সন্তুষ্ট। একটা ব্যাপার মনে রাখতে হবে যে ড্রাফটের আগে হাতে খুবই কম সময় পেয়েছি। আমার কাছে মনে হয় ড্রাফট থেকে সেরা বিদেশি ক্রিকেটারদেরই নেওয়া হয়েছে।'