ভারত

কোহলি-রোহিতের মাঝে কপিল-গাভাস্কারের ছায়া দেখছেন শাস্ত্রী

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:39 সোমবার, 27 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেটে ভিন্ন ভিন্ন অধিনায়কের নেতৃত্বে খেলছে ভারত। রবি শাস্ত্রীর ধারণা নেতৃত্ব গুণে বিরাট কোহলি অনেকটাই কপিল দেবের মতো। আর রোহিত শর্মার মধ্যে সুনিল গাভাস্কারের ছায়া দেখছেন ভারতের সাবেক এই কোচ।

কোহলি বেশ কয়েক বছর ধরেই ভারতকে নেতৃত্ব দিচ্ছেন। অধিনায়ক হিসেবে ম্যাচ জয়ের পরিসংখ্যানে সফল কোহলি। কিন্তু তার অধীনে বড় কোনো ট্রফি জিততে পারেনি ভারত। সহজাত এবং আবেগপ্রবণ হওয়ায় কোহলিকে কপিল দেবের সঙ্গে তুলনা করেছেন শাস্ত্রী।

সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে সদ্য নেতৃত্ব পাওয়া রোহিত খুব বেশি ম্যাচে ভারতকে নেতৃত্ব দেয়ার সুযোগ পাননি। তবে ঘরোয়া ক্রিকেটে বেশ সফল তিনি। অধিনায়ক রোহিতের মাঝে সুনীল গাভাস্কারের ছায়া দেখছেন শাস্ত্রী।

ভারতের সাবেক এই কোচ বলেন, 'যখন কেউ এই দুজনের অধিনায়কত্বের তুলনা করেন, তখন আমার সানি এবং কপিলের কথা মনে পড়ে যায়। বিরাট কপিলের মতো, স্বতঃস্ফূর্ত, সহজাত এবং আবেগপ্রবণ। রোহিত গাভাস্কারের মতো হিসেবী, দক্ষ এবং খুবই শান্ত প্রকৃতির।'

সাম্প্রতিক সময়ে কোহলির নেতৃত্ব নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে। তাছাড়া দলের অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে দ্বন্দের  গুঞ্জনও শোনা গেছে মিডিয়ায়। সবমিলিয়ে সাম্প্রতিক সময়ে ভারতের ড্রেসিং রুম কিছুটা হলেও অস্থিতিশীল।

ভারতের সাবেক এই কোচ মনে করেন মাঠের বাইরের বিষয় নিয়ে দল চিন্তিত নয়। কারণ এখানে সবাই পেশাদার এবং তারা জানে তাদের দায়িত্ব কোনটা। তিনি বলেন, 'আমি মনে করি, মাঠের বাইরে কি হচ্ছে তা নিয়ে দল খুব বেশি চিন্তিত না। তারা সবাই পেশাদার।'