দক্ষিণ আফ্রিকা- ভারত সিরিজ

সেঞ্চুরিয়নে রাহুলের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:46 সোমবার, 27 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সেঞ্চুরিয়নে লোকেশ রাহুলের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে আছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে সফরকারীরা করেছে তিন উইকেটে ২৭২ রান।

উদ্বোধনী জুটিতেই ১১৭ রান তোলে ভারত। ওপেনার মায়াঙ্ক আগারওয়ালকে ৬০ রানে বিদায় করেন লুঙ্গি এনগিদি। আফ্রিকান এই পেসারের এরপরের বলেই ফিরে যান চেতেশ্বর পূজারা। শেষ তিন ইনিংসের মধ্যে এটি পূজারার দ্বিতীয় ডাক।

দলীয় ১৯৯ রানে বিরাট কোহলির উইকেট হারায় ভারত। ভারতের দলপতিকেও প্যাভিলিয়নে ফিরিয়েছেন এনগিদি। ৯৪ বলে ৩৫ রান করে স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইয়ান মুল্ডারকে ফার্স্ট স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন কোহলি।

এরপর আজিঙ্কা রাহানের সঙ্গে বাকি দিন নিরাপদেই পার করেন ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি হাঁকানো রাহুল। সেঞ্চুরিয়নে দ্বিতীয় ভারতীয় হিসেবে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ২০০৭ সালে এর আগের সেঞ্চুরিটি হাঁকিয়েছিলেন ওয়াসিম জাফর।

১২২ রান করে অপরাজিত আছেন রাহুল। সাম্প্রতিক সময় অফফর্মে কাটানো রাহানে ৪০ রানে ব্যাটিংয়ে আছেন। প্রোটিয়াদের হয়ে ৪৫ রান খরচায় তিন উইকেট নেন এনগিদি।

সংক্ষিপ্ত স্কোর-

ভারত প্রথম ইনিংস- ২৭২/৩ (৯০ ওভার)
(রাহুল ১২২*, আগারওয়াল ৬০, রাহানে ৪০*; এনগিদি ৩/৪৫)