বিপিএল

খুলনার প্রধান কোচের দায়িত্বে ল্যান্স ক্লুজনার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 23:12 রবিবার, 26 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের পর্দা উঠছে আগামী ২১ জানুয়ারি। এর আগে সোমবার (২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। যদিও ড্রাফটের আগে একজন দেশি ও তিনজন বিদেশি ক্রিকেটার দলে ভেড়ানোর সুযোগ দেয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।

সেই সুযোগ কাজে লাগিয়েই ইতোমধ্যে নিজেদের অনেকটাই গুছিয়ে নিয়েছে দলগুলো। বিপিএলের খুলনার ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা কিনেছে মাইন্ড ট্রি গ্রুপ। তারা দেশি ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমকে দলে ভিড়িয়েছে।

আর বিদেশি ক্রিকেটার হিসেবে তারা লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা ও ভানুকা রাজাপাকশেকে দলে নিয়েছে। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিটি তাদের প্রধান কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ল্যান্স ক্লুজনারের নাম প্রকাশ করেছে। সাবেক এই প্রোটিয়া অলরাউন্ডার এর আগে আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন।

২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগের দল ডলফিনসের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন ক্লুজনার। সে বছরই জিম্বাবুয়ে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে যোগ দেন তিনি। ২০১৯ সালে ইউরো টি-টোয়েন্টি স্লামে তিনি গ্লাক্সগো জায়ান্টসের প্রধান কোচের দায়িত্ব পালন করেন তিনি। সে বছরই আফগানদের প্রধান কোচ হিসেবে যোগ দেন এই প্রোটিয়া কোচ।

এদিকে আখতার গ্রুপের মালিকানাধীন চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি দেশি ক্রিকেটার হিসেবে নাসুম আহমেদকে দলে নিয়ে চমক দেখিয়েছে। বিদেশি ক্রিকেটার হিসেবে রয়েছেন ক্যারিবীয় ওপেনার কেনার লুইস ও ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েল।

বিপিএলের পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে এবার অংশ নিচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারা দেশি ক্রিকেটারদের মধ্যে থেকে তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বেছে নিয়েছে। তিন বিদেশিকে নিয়েও চমক দেখিয়েছে দলটি। এর মধ্যে রয়েছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি।

এ ছাড়া দলটির হয়ে খেলবেন ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারিন ও ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। সিলেট সানরাইজার্স তাদের দেশি ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছে গতি তারকা তাসকিন আহমেদকে। বিদেশি হিসেবে তারা লঙ্কান উইকেটরক্ষক ব্যাটার দীনেশ চান্দিলাম ও সংযুক্ত আরব আমিরাতের পেসার সিরাজ আহমেদকে দলে নিয়েছে।

আগেই জানা গেছে ফরচুন গ্রুপ বরিশালের হয়ে এবারের বিপিএল মাতাবেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিপিএলের এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। এবারের আসরে অংশ নিচ্ছে মোট ছয়টি দল। আর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২৭ ডিসেম্বর।

এবারের আসরে মোট ৩৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পুরো টুর্নামেন্ট হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। সেই সঙ্গে তিনটি প্লে অফ ও ফাইনাল অনুষ্ঠিত হবে। ভেন্যু হিসেবে রাখা হয়েছে মিরপুর শের ই বাংলা স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামকে।