অ্যাশেজ সিরিজ

ব্যাটিং ব্যর্থতার জন্য টস হারকে দায় দিচ্ছেন বেয়ারস্টো

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:48 রবিবার, 26 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অ্যাশেজে এখন পর্যন্ত ব্যাটিং ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেনি ইংল্যান্ড। বক্সিং ডে টেস্টে চার পরিবর্তন নিয়ে মাঠে নামলেও দৃশ্যপট বদলায়নি। ব্যাটিং ব্যর্থতার কারণে মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৮৫ রানে গুটিয়ে গেছে সফরকারীরা। এমন ব্যর্থতার জন্য টস হারকে দায় দিচ্ছেন জনি বেয়ারস্টো।

মেলবোর্নে টস হেরে ব্যাটিং করতে নেমে আরও একবার ব্যর্থ ইংলিশ টপ অর্ডার। ইনিংসের শুরতেই দলীয় ৪ রানে ডাক মেরে ফেরেন হাসিব হামিদ। অনেকদিন পর দলে ফেরা জ্যাক ক্রলি আউট হয়েছেন ১২ রান করে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংলিশরা।

বাকিদের আসা-যাওয়ার মধ্যে দলের ভরসার প্রদীপ হয়ে এক প্রান্তে জ্বলছিলেন রুট। হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ইংলিশ অধিনায়ক ফিরলে আর কেউই তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান এসেছে তার ব্যাট থেকেই।

বেন স্টোকস, জনি বেয়ারস্ট্রোরা ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি। শেষ দিকে অলি রবিনসন ২৬ বলে ২২ রান করলে ১৮৫ রানে অলআউট হয় ইংলিশরা। এমন ব্যর্থতার পেছনে টস হারকে দায় দিলেও প্রথম দুই টেস্টের পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। 

বেয়ারস্টো জানিয়েছেন, আগে বোলিং করে সবাই উইকেট থেকে সকালের সুবিধা নিতে চায়। মেলবোর্ন টেস্টে সেটা করতে না পারার আক্ষেপে পুড়তে হয়েছে। এদিকে প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। যেখানে ব্যর্থ হয়েছে সফরকারী ব্যাটাররা। 

দ্বিতীয় টেস্টে টস জিতে অস্ট্রেলিয়া আগে ব্যাটিং করলেও সুবিধা করতে পারেনি ইংল্যান্ডের বোলাররা। প্রথম ইনিংসে ৪৭৩ রান করে ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। তাতে আগে বোলিং করার সুযোগ পেলেও অজিদের মাটিতে সুবিধা করতে পারেনি ইংলিশ বোলাররা। 

টস হার সম্পর্কে বেয়ারস্টো বলেন, ‘আমরা এখনও বড় রান করার পথ খুঁজছি। কিন্তু উভয় দলই আগে বোলিং করতে চাচ্ছে এবং সকালের উইকেট, কন্ডিশন ও ঘাসের সুবিধা নিতে চাচ্ছে। আমি মনে করি যে আপনি এটা নিয়ে অভিযোগ করতে পারেন না।’