বিসিএল

আশরাফুলের ৭০ রানের পরও ইস্ট জোনের ১৬৬

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:52 রবিবার, 26 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) নর্থ জোনের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যর্থ ইস্ট জোনের ব্যাটাররা। ইমরুল কায়েস-শামসুর রহমানদের আসা-যাওয়ার মধ্যেও এদিন এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন মোহাম্মদ আশরাফুল। এই ওপেনারের ৭০ রানের পরও ১৬৬ রানে অলআউট হয়েছে দল। নর্থ জোনের হয়ে পাঁচ উইকেট শিকার করেছেন শফিকুল ইসলাম।

রাজশাহীতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইস্ট জোন। মাত্র ৫ রান করে ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলে সাজঘরে ফেরেন ইমরুল কায়েস। এর পরের বলেই শামসুর রহমান শুভকে ফেরান শফিকুল ইসলাম। তিন নম্বরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় খেলতে নেমে এদিন রানের খাতায় খুলতে পারেননি এই ডানহাতি ব্যাটার।

এরপর একই ওভারের চার নম্বর বলে লেগ বিফোরের ফাদে পড়েন শাহাদাত হোসেন। এই টপ অর্ডার ব্যাটার সাজঘরে ফিরলে ১০ রান তুলতেই তিন উইকেট হারায় ইস্ট জোন। চার বলের ব্যবধানে তিন উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দল।

চতুর্থ উইকেটে আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন আশরাফুল। তবে দলীয় ৬৪ রানে আফিফ ফিরলে আর ঘুরে দাঁড়াতে পারেনি ইস্ট জোন। দল নিয়মিত বিরতিতে উইকেট হারালেও এদিন এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেন আশরাফুল।

যদিও অভিজ্ঞ এই ব্যাটার ৭০ রান করে ফিরলে দল আর বেশি দূর এগোতে পারেনি। শেষ পর্যন্ত তারা অলআউট হয়েছে ১৬৬ রান তুলে। নর্থ জোনের হয়ে এদিন দুর্দান্ত বোলিং করেছেন শফিকুল। এই পেসার একাই শিকার করেছেন পাঁচ উইকেট। শেষ বিকেলে নর্থ জোন ব্যাট করতে নেমে বিনা উইকেটে সংগ্রহ করেছে ৭১ রান।

সংক্ষিপ্ত স্কোর:

ইসলামি ব্যাংক ইস্ট জোন (১ম ইনিংস)- ১৬৬/১০ (আশরাফুল ৭০, আফিফ ৩৭; শফিকুল ৫/৩৫, সানজামুল ৩/৪৭০

বিসিবি নর্থ জোন (১ম ইনিংস)- ৭১/০ (তানজিদ ৩৫*, জুনায়েদ ৩০*)