বিসিএল

সৌম্যর সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে সেন্ট্রাল জোন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:31 রবিবার, 26 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

নাসুমে আহমেদের স্পিন ঘূর্ণিতে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল ওয়ালটন সেন্ট্রাল জোন। তবে সেঞ্চুরি করে সেই ধাক্কা সামলে নিয়েছেন সৌম্য সরকার। বাঁহাতি এই ব্যাটারের সেঞ্চুরি, সালমান হোসেন ইমন এবং শুভাগত হোম চৌধুরির হাফ সেঞ্চুরিতে প্রথম দিন শেষে বিসিবি সাউথ জোনের বিপক্ষে ৪ উইকেটে ২৯৩ রান সংগ্রহ করেছে ওয়ালটন সেন্ট্রাল জোন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি সেন্ট্রাল জোনের দুই ওপেনার মিজানুর রহমান এবং মোহাম্মদ মিঠুন। ইনিংসের সপ্তম ওভারেই ৭ রান করা মিজানুরকে বোল্ড আউট করে সাজঘরে ফেরান নাসুম। 

মিজানুর ফেরার পর বোল্ড হয়েছেন মিঠুনও। ১২ রান করা ডানহাতি এই ব্যাটারকেও ফেরান নাসুম। এরপর জুটি গড়েন সালমান এবং সৌম্য। তাদের দুজনের জুটি থেকে আসে ১৪৪ রান। লেগ স্পিনার রিশাদ হোসেনের বলে ৭০ রান করে সালমান আউট হলে ভাঙে তাদের জুটি। 

এদিন থিতু হতে পারেননি তাইবুর রহমান। তবে একপ্রান্তে দুর্দান্ত ব্যাটিং করছিলেন সৌম্য। তাইবুর ফিরলেও অধিনায়ক শুভাগত হোমের সঙ্গে দারুণ এক জুটি গড়েন বাঁহাতি এই ব্যাটার। শেষ বিকেলে আর কোনো উইকেট হারায়নি সেন্ট্রাল জোন। 

ঢাকাতে ভালো করতে না পারলেও চট্টগ্রামে সেঞ্চুরি তুলে নিয়েছেন সৌম্য। প্রথম দিন শেষে অপরাজিত রয়েছেন ১২৮ রানে। এদিকে সৌম্যকে সঙ্গ দেয়া শুভাগত হাফ সেঞ্চুরি তুলে নেয়ার পর অপরাজিত ৬২ রানে। বিসিবি সাউথ জোনের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন নাসুম ও রিশাদ।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়ালটন সেন্ট্রাল জোন - ২৯১/৪ (ওভার ৯০) (সৌম্য ১২৮*, সালমান ৭০, শুভাগত ৬২*; রিশাদ ২/৭৭, নাসুম ২/৯১)