বিপিএল

দুই চ্যানেলে দেখা যাবে বিপিএল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:05 রবিবার, 26 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী ২১ জানুয়ারী শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। এই মৌসুমের সবগুলো  ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দুটি টেলিভিশন চ্যানেল। রবিবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন নিজাম উদ্দিন চৌধুরি।

গত বছর মাঠে গড়ায়নি বিপিএল। তবে এবার জৈব সুরক্ষা বলয়ের মধ্যে অনুষ্ঠিত জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ। ইতোমধ্যেই নিয়ম অনুযায়ী ড্রাফটের বাইরে থেকে এক জন করে ক্রিকেটারের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছে একাধিক ফ্র্যাঞ্চাইজি।

এবারের আসরের সম্প্রচার সত্ত্ব নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী বলেন, 'এবারের আসরের সম্প্রচার সত্ত্ব দেয়া আছে। ২০২২ সালের আসরের খেলাগুলো দুইটা চ্যানেল সরাসরি  সম্প্রচার করবে।'

তিনি আরও বলেন, 'দর্শকের ব্যাপারে এখনও আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পঞ্চাশ ভাগ এটা তো থাকবেই, হয়তো এর চেয়েও বাড়তে পারে বিপিএল গভর্নিং কাউন্সিল এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। টুর্নামেন্ট শুরু হতে এখনও দুই সপ্তাহের ওপরে আছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।' 

এবারের আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৩৪ টি। যেখানে ম্যাচ অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। নকআউট পর্বে দুটি কোয়ালিফায়ার ম্যাচের সঙ্গে থাকছে একটি এলিমিনেটর ম্যাচ এবং ফাইনাল।

মোট তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের আসর। মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামের পাশপাশি ম্যাচ অনুষ্ঠিত হবে  চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।