অ্যাশেজ

প্রথম দিনেই অলআউট ইংল্যান্ড, সাবধানী শুরু অস্ট্রেলিয়ার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:02 রবিবার, 26 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

একাদশে চার পরিবর্তন এনে মেলবোর্ন টেস্টে মাঠে নেমেছে ইংল্যান্ড। কিন্তু চলমান অ্যাশেজে কিছুতেই যেন ব্যর্থতার বৃত্ত ভাঙ্গতে পারছে না ইংলিশরা। বক্সিং ডে টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত বোলিংয়ের সামনে ১৮৫ রানেই গুটিয়ে গেছে ইংল্যান্ড। শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ডেভিড ওয়ার্নারকে হারিয়ে ৬১ রান তুলেছে অস্ট্রেলিয়া।

রবিবার (২৬ ডিসেম্বর) মেলবোর্নে টস হেরে ব্যাটিং করতে নেমে আরও একবার ব্যর্থ ইংলিশ টপ অর্ডার। ইনিংসের শুরতেই দলীয় ৪ রানে ডাক মেরে ফেরেন হাসিব হামিদ। এর ফলে ২০২১ সালে সাদা পোশাকের ক্রিকেটে ইংলিশ ব্যাটারদের ডাকের হাফ সেঞ্চুরি পূরণ হয়। আর লাল বলে সর্বশেষ ১০ ইনিংসে এটি হামিদের চতুর্থ ডাক।

অনেক দিন পর দলে ফেরা জ্যাক ক্রাউলিও দ্রুত ফেরেন। ব্যক্তিগত ১২ রান করে দলীয় আনলাকি থার্টিনে কাটা পড়েন এই ওপেনার। এরপর জো রুটকে সঙ্গে নিয়ে ব্যাটিং বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন ডেভিড মালান। কিন্তু ব্যক্তিগত ১৪ রান করে এই টপ অর্ডার ব্যাটার ফিরলে ৬১ রানে তিন উইকেট হারায় দল। 

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংলিশরা। বাকিদের আসা-যাওয়ার মধ্যে দলের ভরসার প্রদীপ হয়ে এক প্রান্তে জ্বলছিলেন রুট। হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ইংলিশ অধিনায়ক ফিরলে আর কেউই তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান এসেছে তার ব্যাট থেকেই।

বেন স্টোকস, জনি বেয়ারস্ট্রোরা ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি। শেষ দিকে অলি রবিনসন ২৬ বলে ২২ রান করলে ১৮৫ রানে অলআউট হয় ইংলিশরা। চলতি বছর ২৮ ইনিংসে এ নিয়ে ১৩তম বারের মতো ২০০ রানের নিচে অলআউট হল অজিরা।

এদিন দুর্দান্ত বোলিং করেছেন অজি বোলাররা। বিশেষ করে প্যাট কামিন্স এদিন রীতিমতো আগুন ঝরিয়েছেন। ইনিংসের শুরুতেই তিন টপ অর্ডার ব্যাটারকে একাই তুলে নেন অজি অধিনায়ক। স্পিনার নাথান লায়নও শিকার করেছেন তিন উইকেট। পাশপাশি অভিজ্ঞ মিচেল স্টার্কের ঝুলিতে গেছে দুই উইকেট।

শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেছিলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার। তবে ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন ওয়ার্নার। তিনি ফিরেছেন ৪২ বলে ৩৮ রান করে। অভিজ্ঞ এই ওপেনারকে হারিয়ে দিন শেষে অজিরা সংগ্রহ করেছে ৬১ রান। ইংলিশদের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন জেমস অ্যান্ডারসন।

সংক্ষিপ্ত স্কোর-

ইংল্যান্ড (প্রথম ইনিংস)-  ১৮৫/১০ (৬৫.১ ওভার)

(রুট ৫০, বেয়ারস্ট্রো ৩৫; কামিন্স ৩/৩৬, লায়ন ৩/৩৬)

অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস)- ৬১/১ (১৬ ওভার)

(ওয়ার্নার ৩৮, হ্যারিস ২০; অ্যান্ডারসন ১/১৪)