ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ

'ভারতের পেস আক্রমণ গত ত্রিশ বছরের মধ্যে সেরা'

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:49 রবিবার, 26 ডিসেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টেস্ট ক্রিকেটে ভারতের বড় শক্তির জায়গা বরাবরই ব্যাটিং লাইন আপ। তবে গত কয়েক বছরে যথেষ্ট উন্নতি করেছে তাদের বোলিং লাইন আপও। জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মার মতো বোলাররা নিঃসন্দেহে বিশ্বমানের। ভারতের এই বোলিং আক্রমণ গত ত্রিশ বছরের মধ্যে সেরা এমনটাই মনে করছেন আলি বাচার।

দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনও পর্যন্ত সাদা পোশাকের ক্রিকেটে কোনো সিরিজ জিততে পারেনি ভারত। প্রোটিয়াদের ঘরের মাঠে নিজেদের প্রথম টেস্ট সিরিজ জয়ের মিশনে রবিবার (২৬ ডিসেম্বর) মাঠে নামছে বিরাট কোহলির দল। যেখানে ট্রাম্প কার্ড হতে পারে দলটির পেস আক্রমণ।

শক্তিশালী পেস আক্রমণের কারণেই ভারতকে এগিয়ে রাখছেন বাচার। দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক বলেন, 'বর্তমান ভারতীয় দলের পেস আক্রমণ আমার দেখা গত ত্রিশ বছরের সেরা। তাই এগিয়ে থেকেই প্রথম দুই টেস্ট শুরু করবে ভারত।'

সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট দিয়ে শুরু হচ্ছে দুই দলের মাঠের লড়াই। এখানকার উইকেট এবং কন্ডিশন পেসারদের বাড়তি সুবিধা দেবে। তাছাড়া সমুদ্র পৃষ্ঠ থেকে কয়েক হাজার ফুট উঁচুতে হওয়ায় এখানে প্রচুর বাতাস থাকে।

বাচার বলেন, 'প্রথম টেস্ট সেঞ্চুরিয়নে খেলা হবে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার ফুট উপরে। সিরিজের পরের টেস্ট জোহানেসবার্গে  যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬ হাজার ফুট উপরে। এখানকার উইকেট বাউন্সি এবং সাধারণত পেসাররা বাড়তি সুবিধা পায়।'

তিন ম্যাচের এই টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি জোহানেসবার্গে শুরু হবে ৩ জানুয়ারি। আর কেপটাউনে সিরিজের শেষ ও তৃতীয় টেস্টটি শুরু হবে ১১ জানুয়ারি।